ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানালেন বলেছেন, ভোক্তা পর্যায়ে এই ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান আসিফ।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সংগঠক লিখেছেন, ‘ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা দেশে ইন্টারনেট ব্যবহারে সহজলভ্যতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে।’

অপর এক পোস্টে রিজার্ভ নিয়েও সুখবর দেন আসিফ মাহমুদ।

তিনি লেখেন, ‘আগামী মাসে রিজার্ভ হবে ২৭-৩০ বিলিয়ন ডলার। এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার জন্য সময় প্রয়োজন।’

উপদেষ্টা আরও লেখেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ হাজার ৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।’

The post ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments