ঈদে অনার স্মার্টফোন কিনলেই জেতার সুযোগ, থাকছে ইলেকট্রিক স্কুটারসহ নানা পুরস্কার

ঈদুল আযহা সামনে রেখে আকর্ষণীয় লটারি ক্যাম্পেইন চালু করেছে স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অনার বাংলাদেশ ঈদের আগের দিন থেকে শুরু হয়ে ঈদের দিন পর্যন্ত চলবে আয়োজন। অনার স্মার্টফোন বা ট্যাবলেট কিনলেই ক্রেতারা অংশ নিতে পারবেন লটারি ড্র-তে, যেখানে থাকছে ইলেকট্রিক স্কুটারসহ নানা পুরস্কার।

অনার ব্র্যান্ড শপ থেকে অনুমোদিত স্মার্টফোন বা ট্যাবলেট কিনে লটারি ড্র-তে নাম লেখানো যাবে। পুরস্কার হিসেবে থাকছে—

  • ইলেকট্রিক স্কুটার

  • এয়ার কন্ডিশনার

  • অনার প্যাড এক্স৯ এলটিই

  • ডিপ ফ্রিজ

  • অনার ব্যাকপ্যাক

  • এক্স৭ লাইট বাডস

  • ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঈদ মানেই একসাথে উদযাপন, ভালোবাসা ভাগাভাগির অনুভূতি। তাই ক্রেতাদের ঈদ আনন্দকে দ্বিগুণ করতে আমরা এনেছি এই ক্যাম্পেইন। গিফট আইটেমগুলো শুধু স্মার্ট নয়, ব্যবহারিক দিক থেকেও খুব উপকারী। আশা করি, সবাই এতে অংশ নিয়ে উপহার জেতার সুযোগ নেবেন।”

বর্তমানে অনারের ডিভাইসগুলোতে আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি স্মার্ট ফিচার যুক্ত থাকায় এগুলো তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তাই প্রিয়জনকে ঈদের উপহার হিসেবে স্মার্টফোন কিনলে মিলবে একসাথে স্টাইল পুরস্কার জয়ের সুযোগ

The post ঈদে অনার স্মার্টফোন কিনলেই জেতার সুযোগ, থাকছে ইলেকট্রিক স্কুটারসহ নানা পুরস্কার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments