বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৮.৫% বেড়েছে, শীর্ষে অ্যাপল – উত্থান শাওমি ও হুয়াওয়ের

নিজেদের তৈরি উন্নত মোবাইল চিপ আনছে চীনা স্মার্টফোন ও ইভি নির্মাতা শাওমি। কোম্পানিটি সম্প্রতি জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে বাজারে আসছে শাওমির প্রথম নিজস্ব মোবাইল চিপ এক্সরিং০১ (Xring01)। উচ্চমানের ডিভাইসগুলোয় চীনা প্রতিষ্ঠানটি আরো বেশি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। তবে শাওমির সিইও লেই জুন সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এসব তথ্য জানালেও, চিপ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, চীনের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় শাওমি আবারো নিজস্ব মোবাইল চিপ তৈরির দিকে জোর দিচ্ছে। উল্লেখ্য, হুয়াওয়ে ও অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বীরা এরই মধ্যে নিজেদের ডিজাইন করা চিপ ব্যবহার করছে।
প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, শাওমির নতুন মোবাইল চিপটি তৈরি করেছে কোম্পানির অভ্যন্তরীণ চিপ ডিজাইন ইউনিট। এটি এআরএম বা আর্মের আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এবং উৎপাদন করছে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি।

সূত্রের তথ্যানুযায়ী, শাওমি ভবিষ্যতে নিজেদের প্রিমিয়াম স্মার্টফোন ও ট্যাবলেটসহ উচ্চমানের ইলেকট্রনিক পণ্যে নতুন চিপটি ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি বছরের শুরুতে বাজারে আসে শাওমির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন শাওমি ১৫ আলট্রা। এর বেজ মডেলের দাম ৬ হাজার ৪৯৯ ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় ১ লাখ টাকার বেশি)। ফোনটিতে ব্যবহার হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট, প্রসেসর, যা উন্নত গ্র্যাফিকস ও গেমিংয়ের জন্য জনপ্রিয়।

The post বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৮.৫% বেড়েছে, শীর্ষে অ্যাপল – উত্থান শাওমি ও হুয়াওয়ের appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments