আইফোন ১৭-এ থাকতে পারে ‘ভেপার চেম্বার কুলিং’

আইফোন ১৭ প্রো মডেলে নতুন কুলিং সিস্টেম যোগ করতে যাচ্ছে অ্যাপল। ‘ভেপার চেম্বার’ নামের এ প্রযুক্তি ফোনের গায়ে তাপ সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে। ফলে গেম খেলা বা চার্জ দেয়ার মতো ভারী কাজের সময়ও ফোন অতিরিক্ত গরম হবে না। সম্প্রতি কিছু টিপস্টার এমন তথ্য প্রকাশ করেছে। খবর টেকটাইমস।

প্রতিবেদন বলছে, চার্জ দিতে বা ভারী কাজ করতে গেলে ডিভাইস গরম হওয়া স্বাভাবিক। কারণ এ সময় চিপ ও ব্যাটারি বেশি শক্তি খরচ করে। তবে আগের কিছু আইফোনে অতিরিক্ত মাত্রায় গরম হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল।

টিপস্টার মাজিন বু সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ‘ভেপার চেম্বার সিস্টেম’ নামে একটি পাতলা ফিল্মের মতো উপাদান দেখা যাচ্ছে। তাদের মতে, অ্যাপল নতুন উপাদানটি আসন্ন আইফোন ১৭ প্রো মডেলে যোগ করার পরিকল্পনা করছে।

উল্লেখ্য স্যামসাং, পিক্সেলসহ বেশকিছু ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলে ভেপার কুলিং চেম্বার রয়েছে।

মাজিন বু আরো জানান, ভেপার চেম্বারটি নতুন আইফোনের এ১৯ প্রো চিপসেট থেকে সৃষ্ট অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। চিপসেটটি গেমিং, জিপিইউ-ভিত্তিক ভারী কাজ এবং অ্যাপল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন এআই মডেলের পরিচালনা করার কারণে উল্লেখযোগ্য পরিমাণ তাপ উৎপন্ন করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাক জানিয়েছে, আগের মডেলের অতিরিক্ত গরম হওয়ার সমস্যা সমাধানের জন্য আইফোন ১৭ প্রোয় অ্যাপল আরো কয়েকটি পরিবর্তন আনছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া নতুন আইফোনে ‘হিটসিঙ্ক’ (ডিভাইস ঠাণ্ডা রাখতে সাহায্যকারী উপাদান) থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, আইফোন ১৭ সিরিজ আগামী সেপ্টেম্বরে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। সম্ভাব্য তারিখ ১১-১৩ সেপ্টেম্বর।

গুরম্যানের মতে, নতুন সিরিজে থাকছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ এয়ার, উন্নত ডিসপ্লে ও শক্তিশালী নতুন চিপসহ আরো কিছু হালনাগাদ। ডিজাইন ও কার্যক্ষমতায়ও বড় পরিবর্তনের আভাস মিলেছে।

The post আইফোন ১৭-এ থাকতে পারে ‘ভেপার চেম্বার কুলিং’ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments