টিএসএমসির মুনাফা বেড়েছে রেকর্ড ৬১ শতাংশ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপের আকাশচুম্বী চাহিদার ওপর ভর করে তাইওয়ানের চিপ নির্মাতা জায়ান্ট টিএসএমসি তাদের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির নিট মুনাফা ৬১ শতাংশ বেড়েছে, যা বাজারের সকল প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির খবর অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের আয় হয়েছে প্রায় ৩ হাজার ২০০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮.৬ শতাংশ বেশি। এই বিপুল আয় প্রতিষ্ঠানটিকে একটি রেকর্ড মুনাফা এনে দিয়েছে।

সাফল্যের নেপথ্যে এআই চিপ

টিএসএমসি বর্তমানে অ্যাপল এবং এনভিডিয়ার মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য উন্নত এআই চিপ তৈরি করছে। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক ব্র্যাডি ওয়াং জানিয়েছেন, ৭ ন্যানোমিটার বা তার চেয়ে উন্নত প্রযুক্তির চিপের ব্যাপক চাহিদাই এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। জুন প্রান্তিকে টিএসএমসির মোট আয়ের ৭৪ শতাংশই এসেছে এই ধরনের উন্নত চিপ থেকে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি তৃতীয় প্রান্তিকে তাদের আয় ৩ হাজার ১৮০ কোটি থেকে ৩ হাজার ৩০০ কোটি ডলারের মধ্যে থাকতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ এবং আগের প্রান্তিকের তুলনায় গড়ে ৮ শতাংশ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভবিষ্যতের চ্যালেঞ্জ

তবে এই বিপুল সফলতার মধ্যেও টিএসএমসির সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।

  • যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাইওয়ানের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে, চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কিছু পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা নিয়ে দুই দেশের মধ্যে এখনো আলোচনা চলছে।
  • চীনে রফতানি নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে চীনে টিএসএমসির ব্যবসা সীমিত হয়ে পড়েছে। যদিও তাদের প্রধান গ্রাহক এনভিডিয়া এবং এএমডি চীনে নির্দিষ্ট কিছু পণ্য পাঠানোর অনুমতি পেয়েছে, তবে এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে কোম্পানির আয়ে প্রভাব ফেলতে পারে।

এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও, এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণে টিএসএমসি তাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

The post টিএসএমসির মুনাফা বেড়েছে রেকর্ড ৬১ শতাংশ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments