হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে যেভাবে পড়বেন

হোয়াটসঅ্যাপে কারও মেসেজ এসেছিল, মেসেজটি খুলতে না খুলতেই ডিলিট। অনেকবার জিজ্ঞাসা করেও ডিলিটেড মেসেজের কনটেন্ট সম্পর্কে জানতে পারেননি। এদিকে কৌতুহল দূর হচ্ছে না। অনেকেই জানেন না, ডিলিটেড মেসেজ চাইলেই দেখা যায়। কীভাবে সেটা জেনে নিন এই প্রতিবেদনে।

মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার জন্য সবচেয়ে সহজ বিকল্প হল থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া। এর জন্য আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড মেসেজ-এর মতো কিওয়ার্ড লিখে অ্য়াপ খুঁজতে পারেন। ভাল রেটিং বা বেশি ডাউনলোড হওয়া কোনও অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারেন।
এই অ্যাপগুলি দাবি করে যে তারা আপনাকে ডিলিটেড মেসেজ দেখাবে। মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলিও আপনাকে দেখানো হবে। এর পাশাপাশি, অ্যাপগুলিকে নিরাপদ বলে দাবি করা হয়।

এই অ্যাপসগুলোর বেশিরভাগই আপনার ফোনে আসা নোটিফিকেশনের অ্যাক্সেস নেয়। এই অ্যাপসগুলোর দাবি যে আপনার ফোনে আসা নোটিফিকেশন পড়ার পরে তারা সেখান থেকে মেসেজ সেভ করে। যাতে পরে যখন আপনার প্রয়োজন হয়, আপনি তাদের কাছে গিয়ে আপনার মেসেজ দেখতে পারেন।

মানে একটি অ্যাপ নোটিফিকেশন থেকে আপনার সমস্ত মেসেজ পড়ছে, সেগুলো সেভ করছে। সেই অ্যাপটি কোথায় এবং কীভাবে আপনার মেসেজ ব্যবহার করতে পারে তা অনুমান করা আপনার পক্ষে কঠিন৷ এমনকী হোয়াটসঅ্যাপেও আপনার মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অধীনে নিরাপদ। তবে অন্য কোনও অ্যাপ যদি সেগুলো পড়ে, তবে সেই মেসেজ নিরাপদ নয়৷

দুইটি উপায় আছে। একটি হল পুরানো চ্যাট ব্যাকআপ বের করার উপায়। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপের জন্য তিনটি বিকল্প দেয়। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক। সাধারণত একটি বার্তা পাঠানোর পরে প্রেরক কয়েক মিনিটের মধ্যে সেটি মুছে ফেলে, তা হলে আপনার চ্যাট ব্যাকআপে সেটি সংরক্ষিত হওয়ার সম্ভাবনা খুব কম।

আরেকটি উপায় হল নোটিফিকেশন হিস্ট্রি দেখা। এই ফিচার শুধুমাত্র অ্যানড্রয়েড ১১ এবং তার পরবর্তী আপডেটগুলিতে উপলব্ধ। এটি সক্রিয় করার প্রক্রিয়া-

আপনার ফোনের সেটিংসে যান। নোটিফিকেশনে যান। More Settings-এ ক্লিক করুন। নোটিফিকেশন হিসট্রিতে যান। সেটি অন করুন। একবার এটি সক্রিয় হয়ে গেলে আপনি যখন উপরের প্রক্রিয়াটির মাধ্যমে গত ২৪ ঘন্টার মধ্যে ফোনে প্রাপ্ত সমস্ত নোটিফিকেশন দেখতে পাবেন। এতে ডিলিট করা মেসেজগুলোও দেখা যাবে। নোটিফিকেশনে ফটো বা ভিডিও বা অডিও মেসেজ দেখতে পারবেন না। তবে ডিলিট করা মেসেজটি যদি টেক্সট মেসেজ হয়, তাহলে সেটি দেখা যাবে।

The post হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে যেভাবে পড়বেন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments