যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত

বিশ্ব বাণিজ্যে একটি বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। গবেষণা সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের উৎপাদন কার্যক্রমের একটি বড় অংশ চীন থেকে ভারতে স্থানান্তর করায় এই ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে।

ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রে আমদানি করা মোট স্মার্টফোনের ৪৪ শতাংশই ভারত থেকে এসেছে। গত বছর একই সময়ে এই হার ছিল মাত্র ১৩ শতাংশ। অর্থাৎ, এক বছরে ‘মেইড ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের সরবরাহ বেড়েছে ২৪০ শতাংশ।

অন্যদিকে, একসময় যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সরবরাহকারী চীনের অংশীদারিত্ব ভয়াবহভাবে হ্রাস পেয়েছে। গত বছর যেখানে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্মার্টফোনের ৬১ শতাংশ ছিল চীনে তৈরি, এ বছর তা কমে মাত্র ২৫ শতাংশে দাঁড়িয়েছে। ফলে চীন এখন যুক্তরাষ্ট্রর বাজারে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রফতানিকারক দেশ। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম।

সাফল্যের পেছনে অ্যাপলের ভূমিকা

ক্যানালিসের প্রধান বিশ্লেষক সনয়ম চৌরাসিয়ার মতে, ভারতের এই অভূতপূর্ব সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য সংঘাত এবং শুল্কসংক্রান্ত অনিশ্চয়তার কারণে অ্যাপল তাদের ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল দ্রুত বাস্তবায়ন করেছে। প্রতিষ্ঠানটি তাদের ভারতীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারের চাহিদা মেটানোর দিকে মনোযোগ দিয়েছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক গত মে মাসেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া আইফোনের একটি বড় অংশ এখন থেকে ভারতে তৈরি হবে।

বাণিজ্যযুদ্ধ ও অন্যান্যদের কৌশল

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিলে এবং তার প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসালে বাণিজ্যযুদ্ধ তীব্রতর হয়। যদিও মে মাসে দুই দেশ ৯০ দিনের জন্য এই শুল্কযুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়, তবে অনিশ্চয়তার কারণে অ্যাপল, স্যামসাং এবং মটোরোলার মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলো চীনের বাইরে উৎপাদনের বিকল্প কেন্দ্র খুঁজতে শুরু করে।

স্যামসাং এবং মটোরোলাও ভারতে তাদের উৎপাদন বাড়িয়ে যুক্তরাষ্ট্রে রফতানি শুরু করেছে, তবে তাদের স্থানান্তরের গতি অ্যাপলের তুলনায় ধীর। বিশ্লেষকরা বলছেন, শুধু স্মার্টফোন নয়, বিশ্বব্যাপী অনেক নির্মাতাই এখন উৎপাদনের জন্য ভিয়েতনাম ও ভারতের মতো দেশগুলোকে গুরুত্ব দিচ্ছে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

The post যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments