অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজ নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনার শেষ নেই। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর উন্মোচিত হতে যাচ্ছে আইফোন ১৭ (iPhone 17) সিরিজ। তবে লঞ্চের প্রায় এক মাস আগেই এই সিরিজের স্ক্রিন প্রোটেক্টর এবং ডামি ইউনিটের ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা থেকে ফোনের ডিজাইন এবং মডেল লাইনআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাচ্ছে।
সবচেয়ে বড় চমক হিসেবে, এবারের সিরিজে বিদ্যমান ‘প্লাস’ মডেলটির পরিবর্তে আইফোন ১৭ এয়ার (iPhone 17 Air) নামে একটি নতুন ডিভাইস অন্তর্ভুক্ত হতে পারে।
টিপস্টার মাজিন বু (Majin Bu) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আইফোন ১৭ সিরিজের ডামি ইউনিটের কিছু ছবি শেয়ার করেছেন। ফাঁস হওয়া ছবিগুলো থেকে ধারণা করা হচ্ছে, আইফোন ১৭ সিরিজের বেস মডেলটি হবে সবচেয়ে ছোট আকারের। এর চেয়ে সামান্য বড় হবে আইফোন ১৭ প্রো। আর নতুন আইফোন ১৭ এয়ার মডেলটির আকার হবে প্রো এবং প্রো ম্যাক্স মডেলের মাঝামাঝি।
কেমন হতে পারে আইফোন ১৭ এয়ার?
ফাঁস হওয়া তথ্য এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৭ এয়ার হতে চলেছে অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোনগুলোর একটি। এর সম্ভাব্য ফিচারগুলো হলো:
- ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি ওএলইডি (OLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
- ডিজাইন: মাত্র ৫.৫ মিলিমিটার পুরু এবং ১৪৫ গ্রাম ওজনের হতে পারে, যা এটিকে একটি অত্যন্ত স্লিম ও হালকা ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত করবে।
- ক্যামেরা: পেছনে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং সামনে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।
- পারফরম্যান্স: পারফরম্যান্সের জন্য এতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ (A19) চিপসেট ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২,৮০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (mAh) ব্যাটারি দেওয়া হতে পারে।
- রঙ: ফোনটি ব্ল্যাক, লাইট ব্লু, লাইট গোল্ড এবং হোয়াইট—এই চারটি রঙে বাজারে আসতে পারে।
যদিও অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি, তবে প্রযুক্তিপ্রেমীরা এই ফাঁস হওয়া তথ্য নিয়েই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেপ্টেম্বরের লঞ্চ ইভেন্টের জন্য।
The post আইফোন ১৭ সিরিজের ডিজাইন ফাঁস, আসছে নতুন ‘এয়ার’ মডেল appeared first on Techzoom.TV.

0 Comments