গুগল যুক্তরাষ্ট্রে নতুন ডিভাইস সুরক্ষা কর্মসূচি ‘পিক্সেল কেয়ার+’ চালুর ঘোষণা দিয়েছে। এটি পূর্বের গুগল প্রেফার্ড কেয়ার ও ফাই ডিভাইস প্রোটেকশনকে প্রতিস্থাপন করবে এবং বিদ্যমান মাসিক গ্রাহকদের ধীরে ধীরে নতুন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। খবর টেকক্রাঞ্চ।
গুগল জানিয়েছে, পিক্সেল কেয়ার+ দুর্ঘটনাজনিত ক্ষতি, যান্ত্রিক ত্রুটি ও বাড়তি ওয়ারেন্টি দাবির জন্য সীমাহীন সেবা দেবে। এর আওতায় স্ক্রিন ও ব্যাটারি মেরামত, পোস্ট-ওয়ারেন্টি ত্রুটি সমাধান, আসল গুগল যন্ত্রাংশ, অগ্রাধিকারভিত্তিক সাপোর্ট এবং ঐচ্ছিক চুরি ও হারানো কভারেজ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।
পিক্সেল ১০ ডিভাইসের জন্য মাসে ১০ ডলার বা দুই বছরে ১৯৯ ডলার খরচ হবে। নতুন প্রোগ্রামটি পিক্সেল ৮ থেকে শুরু করে বিভিন্ন পিক্সেল ডিভাইস, পিক্সেল ওয়াচ, পিক্সেল ট্যাবলেট ও সর্বশেষ ফিটবিট মডেলগুলোর জন্য প্রযোজ্য হবে।
The post গুগলের নতুন ডিভাইস সুরক্ষা কর্মসূচি ‘পিক্সেল কেয়ার+’ চালু appeared first on Techzoom.TV.

0 Comments