ওয়ানপ্লাস ভারতে নিয়ে এলো তাদের নতুন এন্ট্রি-লেভেল ওয়্যারলেস ইয়ারবাডস নর্ড বাডস ৩আর। নতুন এই ইয়ারবাডসের দাম রাখা হয়েছে মাত্র ১,৭৯৯ রুপি (প্রায় ২০ ডলার) এবং এটি বাজারে পাওয়া যাবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে।
অডিও পারফরম্যান্স: এতে ব্যবহার করা হয়েছে ১২.৪ মিমি ডাইনামিক ড্রাইভার এবং ওয়ানপ্লাসের নিজস্ব Sound Master EQ ফিচার, যেখানে রয়েছে তিনটি প্রিসেট ও ৬-ব্যান্ড কাস্টম ইকিউ। এছাড়াও রয়েছে OnePlus 3D Audio যা দেবে ৩৬০-ডিগ্রি স্প্যাটিয়াল অডিও অভিজ্ঞতা।
কল কোয়ালিটি: প্রতিটি ইয়ারবাডে রয়েছে দুটি মাইক্রোফোন, সাথে রয়েছে AI noise cancellation, বিমফর্মিং এবং অ্যান্টি-উইন্ড ডিজাইন যাতে স্পষ্ট ও পরিষ্কার কল করা যায়। তবে এতে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) নেই।
ব্যাটারি ব্যাকআপ: একটানা ১২ ঘণ্টা প্লেব্যাক দেবে ইয়ারবাডস এবং চার্জিং কেসসহ সর্বোচ্চ ৫৪ ঘণ্টা ব্যবহার করা যাবে। কোম্পানির দাবি, ১,০০০ বার চার্জিং সাইকেল সম্পন্ন হলেও ব্যাটারির পারফরম্যান্স একই রকম থাকবে।
কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার: এতে রয়েছে Bluetooth 5.4, ডুয়াল ডিভাইস কানেকশন, SBC/AAC সাপোর্ট, গেম মোডে ৪৭ মিলিসেকেন্ড ল্যাটেন্সি এবং IP55 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স।
ইয়ারবাডসটি পাওয়া যাবে দুটি রঙে— Aura Blue এবং Ash Black।
ওয়ানপ্লাসের এই নতুন লঞ্চ নিঃসন্দেহে বাজেট রেঞ্জের ইয়ারবাডস মার্কেটে বড়সড় প্রতিযোগিতা তৈরি করবে।
The post ওয়ানপ্লাস আনল নর্ড বাডস ৩আর, দাম মাত্র ১৭৯৯ appeared first on Techzoom.TV.

0 Comments