নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন

ফেডারেল রিজার্ভের সম্ভাব্য নীতিগত শিথিলতা ও সাম্প্রতিক আর্থিক সংস্কারের প্রভাবে বৃহস্পতিবার এশিয়ার প্রারম্ভিক লেনদেনে বিটকয়েন নতুন রেকর্ড স্পর্শ করেছে। বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি সর্বোচ্চ ০.৯ শতাংশ বেড়ে ১,২৪,০০২.৪৯ ডলারে পৌঁছায়, যা গত জুলাইয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। একই দিনে ইথার ৪,৭৮০.০৪ ডলারে ওঠে, যা ২০২১ সালের শেষের পর সর্বোচ্চ। খবর রয়টার্স।

আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর জানান, সুদের হার কমানোর নিশ্চয়তা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো বিনিয়োগ সহজ করার পদক্ষেপ বিটকয়েনের উত্থান ত্বরান্বিত করেছে। তার মতে, ১,২৫,০০০ ডলারের ওপরে স্থিতিশীল হলে বিটকয়েন ১,৫০,০০০ ডলার পর্যন্ত যেতে পারে।

২০২৫ সালে এ পর্যন্ত বিটকয়েন প্রায় ৩২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবসরকালীন ৪০১(কে) অ্যাকাউন্টে ক্রিপ্টো সম্পদ বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

The post নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments