ইউটিউবে শিশুদের তথ্য অবৈধভাবে সংগ্রহের অভিযোগে দায়ের করা মামলার মীমাংসায় ৩০ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে গুগল। রয়টার্স জানায়, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের কপা (সিওপিপিএ) আইনভঙ্গের অভিযোগকে ঘিরে করা একটি ক্লাস অ্যাকশন মামলার অংশ। খবর টেকক্রাঞ্চ।
অভিযোগে বলা হয়েছিল, ১৩ বছরের নিচের শিশুদের ইউটিউব ব্যবহারকালে গুগল তাদের ডেটা সংগ্রহ করেছে। যদিও গুগল অভিযোগ অস্বীকার করেছে, প্রতিষ্ঠানটি মামলার নিষ্পত্তির জন্য অর্থ প্রদানে সম্মত হয়েছে।
এই মামলার আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হতে পারেন। এর মধ্যে থাকবেন তাঁরা, যারা ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ১ এপ্রিল পর্যন্ত ১৩ বছরের কম বয়সে ইউটিউব ব্যবহার করেছেন।
The post ৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল appeared first on Techzoom.TV.

0 Comments