বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত

দুর্নীতি ও অসদাচরণের গুরুতর অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশাসন বিভাগের উপপরিচালক এবং সাবেক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. আমজাদ হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৫ আগস্ট অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই আমজাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে কর্তৃপক্ষ। গত বছরের ১১ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল।

সূত্র জানায়, তার বিরুদ্ধে ওঠা ১৪টি অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে ৫টি গুরুতর অভিযোগের সত্যতা খুঁজে পায়, যার ভিত্তিতে তাকে চাকরিচ্যুতির মতো গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে

তদন্ত কমিটির প্রতিবেদনে আমজাদ হোসেনের বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে:

  • অবৈধ সম্পদ: তার নামে ও বেনামে বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার এফডিআর রয়েছে। এছাড়াও, তার স্ত্রী আফসানা আহমেদ এবং আত্মীয়স্বজনের নামে ঢাকা শহরে ১০টি ফ্ল্যাট ও ৫০ শতাংশ জমির মালিকানার প্রমাণ পাওয়া গেছে।
  • অর্থ আত্মসাৎ: কোনো প্রকার বিল-ভাউচার ছাড়াই ১১ লাখ ৭৯ হাজার ৭১৮ টাকা তছরুপ বা আত্মসাৎ করেছেন।
  • ঘুষ গ্রহণ: এক ব্যক্তির বন্ধ হয়ে যাওয়া কিছু করপোরেট সিম পুনরায় চালু করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন।
  • রাজস্ব ক্ষতি: নিবন্ধনহীন একটি শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বেআইনিভাবে টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস (T-VAS) দেওয়ার অনুমোদন দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করেছেন।
  • অসদাচরণ: অধস্তন কর্মচারীদের ওপর নিপীড়ন ও নিষ্পেষণের অভিযোগও প্রমাণিত হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত

গত ২৫ আগস্টের কমিশন সভার কার্যবিবরণী অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং বিটিআরসি (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আমজাদ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

The post বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments