জিমেইলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির খবর মিথ্যা, ব্যবহারকারীদের আশ্বস্ত করল গুগল

সম্প্রতি জিমেইলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছড়িয়ে পড়া কিছু খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে ঘোষণা করেছে গুগল। কোম্পানিটি তাদের ব্যবহারকারীদের আশ্বস্ত করে জানিয়েছে যে, জিমেইলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ।

সাম্প্রতিক সময়ে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল, যেখানে বলা হয় যে জিমেইল একটি বড় ধরনের নিরাপত্তা সমস্যার কারণে সব ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠিয়েছে । এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে গুগল জানিয়েছে ।

গুগল আরও জানিয়েছে, যদিও ফিশাররা সবসময় ব্যবহারকারীর ইনবক্সে অনুপ্রবেশের সুযোগ খোঁজে, তাদের নিরাপত্তা ব্যবস্থা ৯৯.৯% এরও বেশি ফিশিং এবং ম্যালওয়্যার আক্রমণকে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর আগেই ব্লক করে দেয় ।

কোম্পানিটি বলেছে যে, তারা নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং এ খাতে প্রচুর বিনিয়োগ করে । তারা ক্রমাগত নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে এবং ঝুঁকি ও সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ব্যবহারকারীদের সঙ্গে স্পষ্টভাবে যোগাযোগ রক্ষা করে । গুগল মনে করে, এই ধরনের আলোচনায় সঠিক ও বাস্তব তথ্য থাকা জরুরি ।

অতিরিক্ত সুরক্ষার জন্য, গুগল ব্যবহারকারীদের পাসকির মতো নিরাপদ বিকল্প ব্যবহার করার পরামর্শ দিয়েছে । একই সাথে ফিশিং আক্রমণ শনাক্ত করা এবং তা রিপোর্ট করার জন্য কিছু উত্তম অভ্যাস অনুসরণ করতে উৎসাহিত করা হয়েছে ।

The post জিমেইলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির খবর মিথ্যা, ব্যবহারকারীদের আশ্বস্ত করল গুগল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments