মোবাইল ফোনের সিম বিক্রিতে ‘অস্বাভাবিক কম’ দাম নিয়ে বাজার দখলের অভিযোগে রবি ও বাংলালিংকের করা মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। তবে তাদের সেই আপত্তি টেকেনি। সোমবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এক রায়ে গ্রামীণফোনের আবেদন নাকচ করে দিয়ে বলেছে, এ বিষয়ে তদন্ত ও বিচারকাজ চালিয়ে যেতে তাদের কোনো আইনগত বাধা নেই। কমিশনের এই রায়ের ফলে ‘প্রভাবশালী অপারেটর’ হিসেবে ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করতে আর কোনো বাধা রইল না।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর বোরাক টাওয়ারে প্রতিযোগিতা কমিশনের কার্যালয়ে এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামীণফোন দাবি করে, টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার শুধু বিটিআরসির, প্রতিযোগিতা কমিশনের নয়।
রায়ে যা বলা হলো
শুনানি শেষে সোমবার দুপুরে রায় ঘোষণা করে প্রতিযোগিতা কমিশন। রায়ে কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, প্রতিযোগিতা লঙ্ঘন করার বিষয়টি প্রতিযোগিতা কমিশনই খতিয়ে দেখবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘এটা বিটিআরসির বিষয়ও নয়। বিটিআরসি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে, আর প্রতিযোগিতা কমিশন বাজারে নেতিবাচক প্রভাব দূর করতে তদন্ত করে ব্যবস্থা নেবে’।
অভিযোগের নেপথ্যে
প্রতিযোগিতা কমিশনে জমা পড়া অভিযোগ অনুযায়ী, সরকার প্রতিটি সিমে ৩০০ টাকা কর ধার্য করলেও অপারেটররা ভর্তুকি দিচ্ছে। রবি যেখানে প্রতিটি সিম ১৯৯ টাকায় বিক্রি করেছে, সেখানে গ্রামীণফোন বিক্রি করেছে ১৬৯ টাকায়। একই সঙ্গে গ্রামীণফোন বিক্রেতাদের ১২২ টাকা কমিশন দিয়েছে, যা রবির দেওয়া সর্বোচ্চ ৮৯ টাকার চেয়ে অনেক বেশি। ফলে কমিশন বাদ দিলে গ্রামীণফোনের সিমের প্রকৃত মূল্য দাঁড়ায় মাত্র ৪৭ টাকা, যা রবির তুলনায় ৫৭ শতাংশ কম।
দুই পক্ষের প্রতিক্রিয়া
কমিশনের রায়ে রবি সন্তুষ্ট বলে জানিয়েছেন অপারেটরটির পক্ষের আইনজীবী ব্যারিস্টার সামির সাত্তার। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘বাজারে সমান সুযোগ নিশ্চিত করতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে’।
অন্যদিকে, গ্রামী-ণফোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানায়, ‘আমরা জানতে পেরেছি যে, একটি আদেশ জারি হয়েছে। তবে আমরা এখনো আদেশের কোনো প্রত্যয়িত অনুলিপি পাইনি। তাই এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়’। অপারেটরটি তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘গ্রামীণফোন কোনোভাবেই প্রতিযোগিতাবিরোধী কার্যকলাপে জড়িত নয়’।
The post গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা-বিচারে বাধা নেই: প্রতিযোগিতা কমিশন appeared first on Techzoom.TV.

0 Comments