প্রযুক্তি জায়ান্টগুলোর এআই অবকাঠামো ব্যয় ২০২৯ সালের মধ্যে ২৮ লাখ ডলার ছাড়াবে

ওয়াল স্ট্রিটের ব্রোকারেজ প্রতিষ্ঠান সিটিগ্রুপ জানিয়েছে, প্রযুক্তি জায়ান্টদের এআই-সংক্রান্ত অবকাঠামো খাতে ব্যয় ২০২৯ সালের মধ্যে ২.৮ ট্রিলিয়ন (২৮ লাখ) ডলার ছাড়াবে। এর আগে তা ২.৩ ট্রিলিয়ন (২৩ লাখ) ডলারে পৌঁছনোর পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সিটিগ্রুপের ভাষ্যমতে, বর্তমানে করপোরেট খাতে এআইভিত্তিক সেবার চাহিদা দ্রুত বাড়ছে। আবার খাতটিতে মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মতো হাইপারস্কেলার প্রতিষ্ঠানগুলো এখন আগ্রাসী বিনিয়োগ করে চলেছে।

প্রতিষ্ঠানটির হিসাবে, ২০২৬ সালের মধ্যে এআই খাতের মূলধনী ব্যয় ৪২০ বিলিয়ন (৪২ হাজার কোটি) থেকে বেড়ে ৪৯০ বিলিয়ন (৪৯ হাজার কোটি) ডলারে পৌঁছাতে পারে। এছাড়া নতুন ডাটা সেন্টারের বিদ্যুৎ চাহিদাই ২০৩০ সালের মধ্যে বেড়ে ৫৫ গিগাওয়াটে দাঁড়াবে।

সিটিগ্রুপ জানায়, এ বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য অবকাঠামোর ব্যয় মেটাতে প্রযুক্তি কোম্পানিগুলো এখন আর কেবল মুনাফার ওপর নির্ভর করছে না, বরং তাদের প্রচুর পরিমাণে ঋণও নিতে হচ্ছে। এজন্য প্রায় প্রতি ১ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা অর্জনে প্রতিষ্ঠানগুলোর ব্যয় হচ্ছে ৫০ বিলিয়ন ডলার। এর প্রভাব কোম্পানিগুলোর তারল্য প্রবাহতেও দেখা যাচ্ছে।

The post প্রযুক্তি জায়ান্টগুলোর এআই অবকাঠামো ব্যয় ২০২৯ সালের মধ্যে ২৮ লাখ ডলার ছাড়াবে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments