ট্রাম্পের মামলায় ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে সমঝোতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা নিষ্পত্তিতে সাড়ে ২৪ মিলিয়ন বা ২ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধে রাজি হয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতার পর ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এ নিয়ে করা মামলার নিষ্পত্তির খবর সোমবার আদালতে দাখিলকৃত নথিতে প্রকাশ পায়।

এ সমঝোতার মাধ্যমে গুগল (ইউটিউবের মালিকানাধীন) তিন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠান হিসেবে ট্রাম্পের মামলা নিষ্পত্তি করল। এর আগে ২০২১ সালের জুলাইয়ে ট্রাম্প ইউটিউব, টুইটার (বর্তমানে এক্স) এবং ফেসবুকের মালিক মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, এসব কোম্পানি তাকে এবং রক্ষণশীল মতাদর্শকে বেআইনিভাবে দমন করছে এবং তার বক্তব্য প্রকাশে বাধা দিচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেটা প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে এক্স প্রায় ১ কোটি ডলার পরিশোধ করে মামলা নিষ্পত্তি করেছে।

ইউটিউবের সমঝোতা অনুযায়ী, মোট অর্থের মধ্যে ২ কোটি ২০ লাখ ডলার যাবে ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানে। আদালতের নথি অনুযায়ী, এ অর্থ ব্যবহার করা হবে হোয়াইট হাউসে ট্রাম্পের উদ্যোগে নির্মাণাধীন ২০ কোটি ডলারের একটি বিশাল বলরুম তৈরির কাজে। প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের ভবনটি ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

অবশিষ্ট অর্থ মামলার অন্য বাদীদের মধ্যে ভাগ করা হবে। এর মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন, যারা কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স আয়োজন করে এবং মার্কিন লেখক নাওমি উলফ।

তবে ইউটিউব কোনো ধরনের অন্যায় স্বীকার করেনি এবং তাদের নীতি বা পণ্যে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছে।

২০২১ সালে ট্রাম্পকে ইউটিউব থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। শুধু নতুন ভিডিও আপলোডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। ২০২৩ সালে তার অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়।

এ সমঝোতার মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে ইউটিউব, মেটা ও এক্সের আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটল। ক্যাপিটল হিল দাঙ্গার পর বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ট্রাম্পের অ্যাকাউন্ট সীমিত করলে তিনি দাবি করেছিলেন, রক্ষণশীলদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে।

শুধু তাই নয়, এসব সমঝোতার অর্থ থেকে ট্রাম্প তার কয়েকটি বড় প্রকল্পের জন্য অর্থসংস্থান পাচ্ছেন। মেটার সমঝোতা থেকে পাওয়া অর্থের বড় অংশ বরাদ্দ হয়েছে মায়ামিতে নির্মাণাধীন তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির জন্য।

The post ট্রাম্পের মামলায় ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে সমঝোতা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments