এনভিডিয়ার চিপ আমদানিতে কড়াকড়ি শুরু চীনে

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর নির্ভরতা কমাতে চিপ আমদানির নিয়ন্ত্রণ আরো কঠোর করছে চীন। বিশেষ করে এনভিডিয়ার মতো মার্কিন এআই চিপের পরিবর্তে স্থানীয় বিকল্প ব্যবহারে নিজেদের প্রযুক্তি কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে বেইজিং। খবর এফটি।

সংশ্লিষ্ট তিন সূত্র জানায়, চীনের প্রধান বন্দরগুলোয় চিপ চালান পরীক্ষা করতে গত কয়েক সপ্তাহে কড়া নজরদারির জন্য কাস্টমস কর্মকর্তাদের দল মোতায়েন করা হয়েছে।

এর আগে চীনা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে চীনের জন্য তৈরি এনভিডিয়ার বিশেষ চিপ কেনা বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল স্থানীয় কোম্পানিগুলোকে। ওই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নতুন করে তদারকি শুরু হয়েছে বলে জানিয়েছেন সূত্রগুলো।

এনভিডিয়ার এইচ২০ ও আরটিএক্স প্রো ৬০০০ডি চিপকে নজরদারির আওতায় আনা হয়েছে। এগুলো যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ম মেনে তৈরি।

তবে একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি এ তদারকি শুধু এনভিডিয়ার নয়, সব ধরনের উন্নত চিপের ক্ষেত্রেও চালানো হচ্ছে। উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমদানি হওয়া উচ্চক্ষমতার চিপ শনাক্ত ও ঠেকানো।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মে থেকে তিন মাসে প্রায় ১০০ কোটি ডলারের এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ গোপনে বা বেআইনিভাবে চীনে নেয়া ও বিক্রির অভিযোগ উঠেছে।

চীনের বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে গত মাসে এনভিডিয়ার আরটিএক্স প্রো ৬০০০ডি এআই চিপ ক্রয় বন্ধের নির্দেশ দেয় দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)। এনভিডিয়া চিপটি বিশেষভাবে চীনা বাজারের জন্য তৈরি করেছিল। এর আগে আগস্টে চীনের এইচ২০ চিপ রফতানির জন্য এনভিডিয়াকে লাইসেন্স দেয়া শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। বাইডেন প্রশাসন উন্নততর এআই চিপের রফতানিতে বিধিনিষেধ আরোপ করলে এনভিডিয়া চীনা বাজারের জন্য চিপটি বিশেষভাবে তৈরি করে।

The post এনভিডিয়ার চিপ আমদানিতে কড়াকড়ি শুরু চীনে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments