এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সাইবার হামলা ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে মাইক্রোসফট।

সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের জুলাইয়ে মাইক্রোসফট ২০০টির বেশি এআই-ভিত্তিক ‘মিথ্যা’ কনটেন্ট শনাক্ত করেছে, যা ২০২৩ সালের চেয়ে ১০ গুণ বেশি। এসব হামলায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের পরিচয় নকল, স্বয়ংক্রিয় ফিশিং ই-মেইল ও আমেরিকান পরিচয় ব্যবহার করে তথ্য চুরি করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

The post এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments