এসবিকে টেকের চুক্তিভঙ্গে বিপাকে ৬ স্টার্টআপ

দেশের ছয়টি স্টার্টআপ – মার্কোপোলো, ফসল, যাত্রী, ১০ মিনিট স্কুল, অরোগা ও সোলশেয়ার – এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেডের বিনিয়োগ প্রতিশ্রুতি না রাখায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেডের (SBK Tech Ventures Ltd) বিনিয়োগ প্রতিশ্রুতি পূরণ না করায় মারাত্মক সমস্যায় পড়েছে।

স্টার্টআপগুলো বুধবার এক যৌথ বিবৃতিতে স্টার্টআপগুলো বলে, প্রতিষ্ঠানটি আচমকা নিখোঁজ হয়ে যায় এবং গত এক বছর ধরে কোনো তহবিল ছাড়েনি।

বিবৃতিতে বলা হয়েছে, এসব স্টার্টআপ এসবিকের আশ্বাসে প্রয়োজনীয় বিনিয়োগের ভিত্তিতে ইকুইটি প্রদান করেছিল। কিন্তু গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর এসবিকে টেক ভেঞ্চারস নিখোঁজ হওয়ায় তারা মারাত্মক সমস্যার মধ্যে পড়ে। প্রতিষ্ঠানটি সোনিয়া বশির কবিরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো তহবিল ছাড়েনি।

গত বছর প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা স্টার্টআপগুলিতে ৭ দশমিক ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু এখনো কোনো টাকা ছাড়েনি। মার্কোপোলোর প্রতিষ্ঠাতা তাসফিয়া তাসবিন বলেন, ‘মনে হয়েছে, সোনিয়া বশির কবির সব স্টার্টআপকে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। এটি ছিল একটি প্রচারমূলক কৌশল।’

ফসলের প্রতিষ্ঠাতা সাকিব হোসেন বলেন, ‘এক বছর ধরে এক পয়সাও ছাড়ার ব্যর্থতা দায়িত্বহীন এবং ক্ষতিকর। এমন ঘটনা স্টার্টআপগুলোর ওপর মানুষের আস্থা নষ্ট করেছে।’

জানা যায়, এসবিকে টেক ভেঞ্চারস নানা কারণে তদন্তের মুখোমুখি। এর মধ্যে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছ থেকে নেওয়া ১৫ কোটি টাকা ফেরত না দেওয়া। এছাড়া ‘ফাইবার অ্যাট হোম লিমিটেড’-এর কাছ থেকে নেওয়া ১২ কোটি টাকাও ফেরত দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দেশে এবং বিদেশে অনেক মামলা দেওয়া হয়।

সূত্র জানায়, এসব স্টার্টআপকে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করানো হয়েছিল এবং মৌখিক আশ্বাসের ভিত্তিতে কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পার হয়ে যাওয়ার পরও কোনো টাকা পাওয়া যায়নি। বারবার তাগাদার পরও বিনিয়োগ না হওয়ায় স্টার্টআপগুলোর কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিশ্রুতি ভঙ্গের দায় সোনিয়া বশির কবির এড়াতে পারবেন না।

 

The post এসবিকে টেকের চুক্তিভঙ্গে বিপাকে ৬ স্টার্টআপ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments