ফেসবুক নিজে ডেটিং অ্যাপ নয়, তবে সম্পর্ক তৈরি করতে এই প্ল্যাটফর্ম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফেসবুক ডেটিং নামে আলাদা একটি অ্যাপও রয়েছে, যা ব্যবহারকারীদের সঙ্গী খুঁজে পেতে সহায়তা করে। এবার সেই অভিজ্ঞতাকে আরও সহজ করতে ফেসবুক নিয়ে এল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডেটিং অ্যাসিস্ট্যান্ট।
সোয়াইপ ছাড়াই সঙ্গী খোঁজার সুযোগ
বেশিরভাগ ডেটিং অ্যাপে প্রোফাইল সোয়াইপ করেই সঙ্গী খুঁজতে হয়, যা অনেক সময় ক্লান্তিকর হয়ে ওঠে। ফেসবুক দাবি করছে, তাদের নতুন মেটা এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের এই ‘সোয়াইপ ক্লান্তি’ থেকে মুক্তি দেবে। এআই প্রযুক্তি ব্যবহার করে এক জায়গায় সম্ভাব্য ম্যাচ এনে দেবে এবং ব্যবহারকারীর সার্চ অনুযায়ী সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য তুলে ধরবে।
কীভাবে কাজ করবে এআই
এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ বিশ্লেষণ করে সঙ্গী খুঁজে দেবে। শুধু উচ্চতা বা শিক্ষাগত যোগ্যতার মতো সাধারণ তথ্য নয়, বরং আরও গভীরভাবে ব্যবহারকারীর জন্য প্রাসঙ্গিক ম্যাচ সাজেস্ট করবে। এ জন্য আলাদা একটি ম্যাচ ট্যাবও যুক্ত করা হবে।
নতুন ফিচার ‘সারপ্রাইজ মি’
মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য থাকবে ‘মিট কিউট’ ও ‘সারপ্রাইজ মি’ ফিচার। এর মাধ্যমে সাপ্তাহিকভাবে বিশেষ অ্যালগরিদম নির্ভর সারপ্রাইজ ম্যাচ সাজেস্ট করা হবে। তবে ব্যবহারকারী চাইলে এই ফিচার থেকে অপ্ট-আউট করার সুযোগও পাবেন।
কোথায় পাওয়া যাবে এই সেবা
প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। বাংলাদেশ, ভারতের মতো বাজারে ফেসবুক ডেটিং এখনো জনপ্রিয়তা পায়নি। সেখানে টিন্ডার, হিঞ্জ বা ওকেকিউপিডের মতো অন্যান্য অ্যাপই বেশি ব্যবহৃত হয়, যেগুলোতেও এআই ফিচার রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো অর্থের বিনিময়ে ব্যবহার করতে হয়।
The post আপনার সঙ্গী খুঁজে দেবে এআই, ফেসবুক আনল নতুন ডেটিং অ্যাসিস্ট্যান্ট appeared first on Techzoom.TV.

0 Comments