শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিশ্রুতি নিয়ে আন্তর্জাতিক বাজারে এলো শাওমি রেডমি ১৫ ৫জি (Redmi 15 5G) স্মার্টফোন। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর বিপুল ক্ষমতার ব্যাটারি, যা অন্যান্য ডিভাইসকেও চার্জ দিতে সক্ষম। মিড-রেঞ্জ সেগমেন্টে আসা এই ফোনটিতে একাধিক অত্যাধুনিক ফিচার যুক্ত করেছে শাওমি।
পারফরম্যান্স ও ডিসপ্লে:
এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ (Qualcomm Snapdragon 6s Gen 3) চিপসেট, যা ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত। ইউজাররা এতে পাবেন অ্যান্ড্রয়েড ১৫ (Android 15) আউট অফ দ্য বক্সের সাপোর্ট, সঙ্গে ২ বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট। ফোনটিতে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (Full HD+) রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ (Hz)।
ব্যাটারি ও চার্জিংয়ের বিশেষত্ব:
রেডমি ১৫ ৫জি-তে রয়েছে ৭০০০ এমএএইচের (mAh) সিলিকন কার্বন ব্যাটারি, যা এটিকে দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ দেবে। এটি ৩৩ ওয়াটের (W) ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই ফোনে ১৮ ওয়াটের (W) রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে, যার মাধ্যমে এটি অন্য স্মার্টফোন বা ডিভাইসকেও চার্জ দিতে পারে।
ক্যামেরা ও এআই ফিচার্স:
ছবি তোলার জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে, যার মেইন সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের (MP)। সামনে সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এছাড়া ফোনটিতে গুগলের জেমিনি (Gemini) এবং সার্কেল টু সার্চ (Circle to Search) -এর মতো একাধিক অত্যাধুনিক AI ফিচার যুক্ত করা হয়েছে।
এই ফোনটি ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। স্টোরেজ যথাক্রমে ১২৮ ও ২৫৬ জিবি। ফোনটি Frosted White, Midnight Black, এবং Sandy Purple—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। এছাড়া, এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলা এবং হালকা পানির ছিটা থেকে সুরক্ষিত থাকবে। এর সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
The post রেডমি ১৫ ৫জি: নজরকাড়া ফিচার্স ও দাম appeared first on Techzoom.TV.

0 Comments