ভারতের স্মার্টফোন বাজারে এক বড় পরিবর্তন ঘটেছে। যেখানে অনেকেই মনে করছিলেন শাওমি বা স্যামসাং শীর্ষে থাকবে, সেখানে নতুন রিপোর্টে দেখা যাচ্ছে—এই দুই জনপ্রিয় ব্র্যান্ডকে ছাড়িয়ে প্রথম স্থানে রয়েছে ভিবো। গবেষণা সংস্থা ওমিডিয়া (Omdia)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের স্মার্টফোন বাজারে মোট ৪.৮৪ কোটি ইউনিট বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভিভো দ্বিতীয়বারের মতো ২০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে।
ভিভোর সাফল্যের কারণ
রিপোর্টে বলা হয়েছে, ভিভো এই ত্রৈমাসিকে প্রায় ৯৭ লক্ষ ইউনিট স্মার্টফোন বাজারে পাঠিয়েছে। সংস্থার টি সিরিজ, ভি৬০ এবং ওয়াই সিরিজের ফোন বিশেষ করে মধ্য-স্তরের গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়েছে। আকর্ষণীয় দোকান মূল্য, নগদ ফেরত অফার এবং উন্নত ক্যামেরা ফিচারের কারণে ভিভো আরও জনপ্রিয় হয়েছে। ফোনগুলিতে এআই ক্যামেরা, উচ্চমানের ডিসপ্লে এবং দ্রুত চার্জিং প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা মধ্যবিত্ত গ্রাহকদের জন্য প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করেছে।
দ্বিতীয় স্থানে স্যামসাং
দক্ষিণ কোরিয়ার টেক সংস্থা স্যামসাং ১৪ শতাংশ মার্কেট শেয়ার এবং ৬৮ লক্ষ ইউনিট বিক্রির মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্যালাক্সি এস২৪ সিরিজ মধ্যম-প্রিমিয়াম সেগমেন্টে ভালো অবস্থান তৈরি করলেও ভিভোর আগ্রাসী বাজার কৌশলের সামনে কিছুটা পিছিয়ে পড়েছে।
শাওমি ও অপোর লড়াই
শাওমি ৬৫ লক্ষ ইউনিট বিক্রি করে তৃতীয় স্থানে রয়েছে, অপরদিকে অপোও প্রায় সমান অবস্থানে রয়েছে। অপোর এফ৩১ সিরিজ বিক্রি ধরে রাখতে সাহায্য করেছে। দুই ব্র্যান্ডের মধ্যে ব্যবধান খুবই ছোট, যা আগামী ত্রৈমাসিকে পরিবর্তিত হতে পারে।
শীর্ষ পাঁচে অ্যাপল
অ্যাপলও এই ত্রৈমাসিকে শীর্ষ পাঁচে রয়েছে। সংস্থাটি ৪৯ লক্ষ ইউনিট বিক্রি করেছে এবং ১০ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করেছে। যদিও আইফোন এয়ার প্রত্যাশা মতো বিক্রি করতে পারেনি, তবে আইফোন ১৭ সিরিজ বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধি এনেছে।
ভারতের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। এক সময় শীর্ষে থাকা স্যামসাং ও শাওমির অবস্থান এখন কমে গেছে, আর ভিভো ধারাবাহিকভাবে নিজের স্থান মজবুত করছে। নতুন ফিচার, আকর্ষণীয় দাম এবং গ্রাহক-বান্ধব অফার—এই তিনটি কারনে ভিভোর বিজয়যাত্রা অব্যাহত।
The post স্যামসাং-শাওমি নয়, সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোনটি জানুন appeared first on Techzoom.TV.

0 Comments