চীনের বাজারে আজ উন্মোচন হচ্ছে রেডমি কে৯০ প্রো ম্যাক্স। বড় ব্যাটারি, শীর্ষমানের প্রসেসর, উচ্চমানের ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা নিয়ে আসছে স্মার্টফোনটি। তাই এটিকে নিজেদের সবচেয়ে শক্তিশালী রেডমি ফোন বলে উল্লেখ করেছে শাওমি।
শাওমি চলতি সপ্তাহে জানিয়েছে, কোম্পানির স্পিন-অফ ব্র্যান্ড রেডমির নতুন মডেল কে৯০ প্রো ম্যাক্স বাজারে আনার প্রস্তুতি নেয়া হচ্ছে। ফোনটি ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চীনে উন্মোচন হবে। কোম্পানিটি এরই মধ্যে ফোনের মূল স্পেসিফিকেশন এবং ডিজাইনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
ডিভাইসটিকে রেডমি সিরিজের জন্য একটি বড় ধাপ ও উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখছে শাওমি। কারণ শাওমির মতে, ফোনটি আগের মডেলের তুলনায় বেশ উন্নত এবং নতুন ফিচার ও প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে। এছাড়া ডিভাইসটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
শাওমির তথ্যানুযায়ী কে৯০ প্রো ম্যাক্সে থাকছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা (এমএএইচ) ব্যাটারি, যা এখন পর্যন্ত রেডমির জন্য সর্বোচ্চ ব্যাটারি সক্ষতা। ফোনটি সমর্থন করবে ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং।
এছাড়া ৬ দশমিক ৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের মডেলটির ভেতরে থাকছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। সঙ্গে নতুন ‘এআই ইনডিপেনডেন্ট ডিসপ্লে চিপ’ ডি২। প্রযুক্তিটি প্রসেসরের ওপর চাপ কমিয়ে স্ক্রিনকে আরো স্মার্ট, মসৃণ এবং বিদ্যুৎ সাশ্রয়ী করে তোলে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি প্রসেসরকে ঠাণ্ডা রাখার জন্য শাওমি ব্যবহার করেছে সবচেয়ে বড় ভ্যাপার চেম্বারও।
বর্তমানে নিজস্ব ব্যাটারি প্রযুক্তি আরো উন্নত করার কাজ করছে শাওমির সাব-ব্র্যান্ডটি।
প্রযুক্তিবিষয়ক আলোচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বরাতে গিজমোচায়না জানিয়েছে, রেডমি ৮ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারির একটি নতুন ফোন তৈরির পরিকল্পনা করছে রেডমি।
The post রেডমির ‘সবচেয়ে শক্তিশালী’ ফোন আনছে শাওমি appeared first on Techzoom.TV.

0 Comments