ভিডিও দেখার ‘আসক্তি’ কমাতে শর্টস ভিডিওতে নতুন টাইমার ফিচার যোগ করছে ইউটিউব। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে স্ক্রল করা থেকে বিরতি নিতে পারবেন।
ইউটিউবের তথ্যানুযায়ী এখন থেকে ব্যবহারকারীরা নিজেই অ্যাপের সেটিংসে শর্টস ভিডিও দেখার দৈনিক সময়সীমা নির্ধারণ করবেন। সীমা পূর্ণ হলে বিরতি নেয়ার কথা মনে করাতে একটি পপ-আপ বা সতর্কবার্তা দেখাবে প্লাটফর্মটি। ব্যবহারকারীরা সহজেই এক ট্যাপে বার্তাটি বন্ধ করতে পারবেন।
চলতি বছরের শুরুতে ইউটিউবের একটি অ্যাপ ফাইল (এপিকে) বিশ্লেষণ করে ফিচারটির প্রাথমিক সংস্করণ খুঁজে পায় অ্যান্ড্রয়েড অথরিটি। পরে ইউটিউব নিশ্চিত করে প্লাটফর্মটি শর্টসের জন্য টাইমার ফিচার যুক্ত করছে।
তবে টাইমারটি প্যারেন্টাল কন্ট্রোল ফিচার বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নয়। আগামী বছর থেকে অভিভাবকরা তাদের সন্তানের জন্য শর্টস ভিডিও দেখার দৈনিক সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এক্ষেত্রে শিশুদের পপ-আপ বন্ধ করার সুযোগ থাকবে না।
এর আগেও ইউটিউব ব্যবহারকারীদের অনলাইন আসক্তি নিয়ন্ত্রণে ‘টেক আ ব্রেক’ এবং ‘বেডটাইম রিমাইন্ডার’ নামের দুটি ফিচার চালু করেছিল।
যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রায় দুই হাজার মামলা চলমান। এসব মামলার দাবি, প্লাটফর্মগুলো জেনেশুনেই শিশু ও কিশোরদের স্ক্রলিংয়ে আসক্ত করতে তৈরি করা হয়েছে।
The post স্ক্রলিং নিয়ন্ত্রণে ইউটিউবে টাইমার ফিচার appeared first on Techzoom.TV.

0 Comments