আইফোনের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে ১৯ সিরিজ বাদ দিয়ে সরাসরি আইফোন ২০ উন্মোচন করতে পারে অ্যাপল।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি গণমাধ্যম ইটি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ এ বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কোম্পানিটি নতুন নামকরণ ও বড় ধরনের পণ্য পরিবর্তনের পরিকল্পনা করছে বলেও ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। খবর টেকটাইমস।
গবেষণা সংস্থা ওমডিয়ার প্রধান গবেষক হিও মু-ইয়ল জানান, বর্তমানে আইফোনের ১৭ সিরিজ বাজারে আছে। চলতি বছরই এটি উন্মোচন হয়েছে।
আগামী বছর আইফোন ১৮ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু ২০২৭ সালে আইফোন ১৯-এর বদলে আইফোন ২০ সিরিজ আনার সম্ভাবনা রয়েছে প্রতিষ্ঠানটির।
তিনি বলেন, ‘২০২৭ সালে অ্যাপলের স্মার্টফোন লাইনআপে আরো বেশি মডেল থাকবে।’
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাজেট সংস্করণ হিসেবে আইফোন ১৮ই বাজারে আনবে অ্যাপল। এরপর বছরের দ্বিতীয় প্রান্তিকে ২০তম বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে আইফোন ২০ সিরিজ। একই সময় কোম্পানিটি আইফোন এয়ার ও দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল আইফোনও উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও অ্যাপল এমন পদক্ষেপ নিয়েছিল। ২০১৭ সালে আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষে কোম্পানিটি আইফোন ৮-এর পর আইফোন এক্স বাজারে এনেছিল, তখনো আইফোন ৯ বাদ দেয়া হয়েছিল।
বিশ্লেষকদের মতে, এবারো অ্যাপল সে ধারা অনুসরণ করতে পারে। কেউ কেউ অনুমান করছেন, ২০তম বার্ষিকী সংস্করণের নাম হতে পারে ‘আইফোন এক্সএক্স’, যা কোম্পানির দীর্ঘদিনের ঐতিহ্যবাহী নামকরণ প্রক্রিয়াকে আরো বিশেষভাবে স্মরণীয় করে তুলবে।
এদিকে গিজচায়নার প্রতিবেদনে জানা যায়, শাওমিও ১৯ সিরিজটি বাদ দিতে চলেছে। চীনা টেক জায়ান্টটিও ‘শাওমি ১৮’-এর পর ২০ সিরিজ উন্মোচনের পরিকল্পনা করছে। শাওমি এর আগেও সচেতনভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে অ্যাপলের নামকরণের ধারা ‘অনুকরণ’ করেছে। যেমন শাওমি ১৭ প্রো ম্যাক্স।
The post ২০২৭ সালে আইফোন ১৯ নয় ২০ বাজারে আনবে অ্যাপল appeared first on Techzoom.TV.

0 Comments