আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। ১৫ ডিসেম্বরের পর ব্যবহারকারীরা আর এ অ্যাপে লগ ইন করতে পারবেন না। মেসেঞ্জার ব্যবহার করতে হলে ফেসবুকের ওয়েবসাইটে যেতে হবে।
মেসেঞ্জারের হেল্প পেজে বলা হয়েছে, অ্যাপ বন্ধ হওয়ার আগে ব্যবহারকারীরা একটি ইন-অ্যাপ বিজ্ঞপ্তি পাবেন।
পেজে আরো বলা হয়েছে, ‘ম্যাক মেসেঞ্জার অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার আগে ব্যবহারকারীর কাছে ৬০ দিন ব্যবহার করার জন্য সময় থাকবে। ৬০ দিন পার হলে আর অ্যাপটি চলবে না। যেহেতু অ্যাপটি আর ব্যবহারযোগ্য হবে না, তাই আমরা এটি ডিলিট করার পরামর্শ দিচ্ছি।’
এরই মধ্যে অ্যাপল অ্যাপ স্টোর থেকে মেটার মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ সরিয়ে নেয়া হয়েছে।
ডেস্কটপ অ্যাপ বন্ধের খবর প্রথমে প্রকাশ করেছিল অ্যাপলইনসাইডার। মেটা ব্যবহারকারীদের আগেই সতর্ক করছে যেন তারা অন্য কোনো বিকল্প অ্যাপের সঙ্গে পরিচিত হতে পারেন। তবে উইন্ডোজ ব্যবহারকারীরা ফেসবুক ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়া উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।
মেটা ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ওয়েব ভার্সনে যাওয়ার আগে তাদের চ্যাট ইতিহাস সুরক্ষিত করার জন্য নিরাপদ স্টোরেজ চালু করতে এবং একটি পিন সেট করতে। ফেসবুকডটকমে গেলে চ্যাট ইতিহাস সব প্লাটফর্মে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সেটিংস> প্রাইভেসি অ্যান্ড সেফটি>এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাটে গিয়ে ‘মেসেজ স্টোরেজ’-এ ক্লিক করে দেখতে পারেন ‘টার্ন অন সিকিউর স্টোরেজ’ চালু আছে কিনা।
তবে যারা ডেস্কটপ অ্যাপ ব্যবহারে অভ্যস্ত ছিলেন, তাদের কাছে এ পরিবর্তন কিছুটা অসুবিধার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
The post বন্ধ হচ্ছে ডেস্কটপের মেসেঞ্জার অ্যাপ appeared first on Techzoom.TV.

0 Comments