চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার

অ্যাপ উন্মোচনের পাঁচদিনের মাথায় ১০ লাখ ডাউনলোডের মাইলফলক অতিক্রম করেছে ওপেনএআইয়ের টেক্সট টু ভিডিও এআই টুল ‘সোরা’।

একই সঙ্গে চ্যাটজিপিটির প্রথম পাঁচদিনের ডাউনলোড রেকর্ড ছাড়িয়ে গেছে অ্যাপটি।

যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষে থাকা সোরা সহজ টেক্সট প্রম্পট থেকে ১০ সেকেন্ডের ‘বাস্তবসম্মত’ ভিডিও তৈরি করতে সক্ষম। তবে কপিরাইটযুক্ত সামগ্রী ও মৃত ব্যক্তিদের ছবি ব্যবহারের কারণে এটি অনলাইনে সমালোচনার মুখেও পড়েছে।

The post চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments