ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় নতুন মানদণ্ড তৈরির লক্ষ্যে গুগল ২০১৯ সালে চালু করেছিল ‘প্রাইভেসি স্যান্ডবক্স’ প্রকল্প। কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী, কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে উদ্যোগটি বন্ধ করে দিয়েছে। খবর এনগ্যাজেট।
গুগলের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি চ্যাভেজ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রযুক্তিটির গ্রহণযোগ্যতা আশানুরূপ না হওয়ায় এটি ‘সানসেট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমে এই প্রকল্পের লক্ষ্য ছিল তৃতীয় পক্ষের কুকি ব্যবহারের বিকল্প তৈরি করা, যাতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস না করে বিজ্ঞাপন প্রদর্শন করা যায়। তবে নিয়মকানুন ও প্রযুক্তিগত জটিলতার কারণে পরিকল্পনাটি বারবার পিছিয়ে যায়। যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’ এবং যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অব জাস্টিস’ উভয় সংস্থাই উদ্বেগ প্রকাশ করেছিল যে, প্রাইভেসি স্যান্ডবক্স ছোট বিজ্ঞাপনদাতাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।
২০২৪ সালে গুগল তৃতীয় পক্ষের কুকি সরানোর পরিকল্পনা বাতিল করে এবং ব্যবহারকারীদের জন্য ব্রাউজিং নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি চালু করে। এবার তারা ঘোষণা দিয়েছে—প্রাইভেসি স্যান্ডবক্স নামটি আর থাকবে না, তবে এর অভিজ্ঞতা ব্যবহার করে ভবিষ্যতের ওয়েব গোপনীয়তা প্রযুক্তি উন্নত করা হবে।
The post বন্ধ হলো গুগলের ‘প্রাইভেসি স্যান্ডবক্স’ appeared first on Techzoom.TV.

0 Comments