ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও অ্যাপ ‘সোরা’ (Sora) অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে শক্তিশালী সূচনা করেছে। অ্যাপল আইওএস-এর পর, গুগল প্লে স্টোরেও অ্যাপটি ব্যাপক সাড়া ফেলেছে এবং ডাউনলোডের দিক থেকে আইওএস-এর প্রথম দিনকে ছাড়িয়ে গেছে।
বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান ‘অ্যাপফিগার্স’-এর (Appfigures) তথ্যানুযায়ী, গুগল প্লে স্টোরে গত সপ্তাহে উন্মোচনের প্রথম দিনেই ‘সোরা’ অ্যাপটি প্রায় ৪ লাখ ৭০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।
এর আগে, প্রায় এক মাস আগে অ্যাপল-এর আইওএস প্ল্যাটফর্মে উন্মোচনের প্রথম দিন সোরার ডাউনলোড সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার। অ্যান্ড্রয়েডে এসে সেই রেকর্ডও ভেঙে ফেললো ওপেনএআই-এর আলোচিত এই অ্যাপ।
টেক্সট বা প্রম্পট থেকে বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম ‘সোরা’ এআই প্রযুক্তির জগতে একটি বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে।
উল্লেখ্য, সোরার অ্যান্ড্রয়েড সংস্করণটি এখনো বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করা হয়নি। এটি বর্তমানে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ নির্বাচিত কিছু দেশে প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী পুরোপুরি উন্মুক্ত করা হলে এর ডাউনলোডের সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
The post অ্যান্ড্রয়েডে প্রথম দিনে সোরার ডাউনলোড প্রায় ৫ লাখ appeared first on Techzoom.TV.

0 Comments