আগামী বছর ডিসপ্লে বাজারে বিক্রি ২ শতাংশ কমবে: ওমডিয়া

আগামী বছর বিশ্বব্যাপী ডিসপ্লের বাজারে বিক্রি কমবে ২ শতাংশ। যুক্তরাষ্ট্রের আমদানি শুল্কনীতির অনিশ্চয়তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ায় ডিসপ্লে বাজারে এর প্রভাব পড়ছে বলে ধারণা গবেষণা সংস্থা ওমডিয়ার।

তবে বড় স্ত্রিনের চাহিদা বাড়ায় ইউনিটের প্রবৃদ্ধি কমলেও বাজারের আকার বাড়বে ৬ শতাংশ।

উল্লেখ্য, টিভি, মনিটর, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তির ডিসপ্লে প্যানেল এ বাজারের অন্তর্ভুক্ত।

ওমডিয়ার সিনিয়র প্রিন্সিপাল বিশ্লেষক রিকি পার্ক বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন খরচ কমে যাওয়ায় বড় ডিসপ্লের জনপ্রিয়তা আরো বাড়বে এবং ভোক্তারা এগুলো তুলনামূলক কম দামে পাবেন।’

The post আগামী বছর ডিসপ্লে বাজারে বিক্রি ২ শতাংশ কমবে: ওমডিয়া appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments