হুয়াওয়ের প্রথম ২০ জিবি র‍্যামের ফোন আসছে মেট ৮০ সিরিজে

শিগগিরই বাজারে আসছে হুয়াওয়ের নতুন মেট ৮০ সিরিজ। টিপস্টারদের তথ্যানুযায়ী এ সিরিজে প্রথমবারের মতো থাকতে পারে ২০ জিবি র‍্যাম।

সাধারণত বর্তমানের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনে ১২-১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকে। পাশাপাশি মেট ৮০ সিরিজটি নতুন কিরিন ৯০৩০ প্রসেসরে চলবে।

ফলে ফোনগুলো গত বছরের মডেলের তুলনায় উন্নত পারফরম্যান্স দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সিরিজে চারটি মডেল থাকতে পারে। এগুলো হলো মেট ৮০, মেট ৮০ প্রো, মেট ৮০ প্রো ম্যাক্স ও মেট ৮০ আরএস মাস্টার অ্যাডিশন।

The post হুয়াওয়ের প্রথম ২০ জিবি র‍্যামের ফোন আসছে মেট ৮০ সিরিজে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments