মাসব্যাপী জল্পনার অবসান ঘটিয়ে হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে মেট ৮০ সিরিজের উন্মোচন নিশ্চিত করেছে।
চীনের স্থানীয় সময় ২৫ নভেম্বর বড় প্রডাক্ট ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনসহ মেট এক্স৭ ফোল্ডেবল উন্মোচন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে এ বছরের সিরিজে চারটি মডেল নিয়ে আসছে মেট ৮০, মেট ৮০ প্রো, মেট ৮০ প্রো ম্যাক্স ও সঙ্গে থাকছে মেট ৮০ আরএস মাস্টার এডিশন। ফোনগুলোর ডিজাইন, স্পেসিফিকেশন ও দামের বিস্তারিত এখনো জানায়নি হুয়াওয়ে।
The post হুয়াওয়ে মেট ৮০ আসছে চলতি মাসেই appeared first on Techzoom.TV.

0 Comments