শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

বাড়তি উৎপাদন খরচ ও তীব্র প্রতিযোগিতার প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ অঞ্চলে স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কমে ২ কোটি ৫৬ লাখ ইউনিটে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শদাতা সংস্থা ‘ওমডিয়া’ (Omdia)-এর সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। তবে বাজার কিছুটা পড়তি থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাং।

স্যামসাং বনাম ট্রান্সশন:

হাড্ডাহাড্ডি লড়াই পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ৪৬ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে ১৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে স্যামসাং। থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো উচ্চমূল্যের বাজারে ‘এ১৭’ ও ‘এ৭’ সিরিজের মতো প্রিমিয়াম-ফোকাসড পোর্টফোলিও এবং আগাম উদ্বোধনের কারণেই স্যামসাং এই অবস্থান ধরে রাখতে পেরেছে।

তবে স্যামসাংয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীনা কোম্পানি ট্রান্সশন (টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের নির্মাতা)। তারাও প্রায় ৪৬ লাখ ইউনিট ফোন সরবরাহ করে ১৮ শতাংশের কাছাকাছি বাজার হিস্যা দখল করেছে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো মূল্যসংবেদনশীল বাজারে ট্রান্সশন তাদের নেতৃত্ব বজায় রেখেছে।

শাওমির উত্থান, অপোর পতন

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে চীনা ব্র্যান্ড শাওমি। পোকো (Poco) সিরিজের নতুন এন্ট্রি-লেভেল মডেলের জনপ্রিয়তায় কোম্পানিটির স্মার্টফোন সরবরাহ গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ৪৩ লাখ ইউনিট ফোন সরবরাহ করে তারা বাজারের ১৭ শতাংশ হিস্যা অর্জন করেছে। বিশেষ করে মালয়েশিয়ায় রেডমি ১৫ সিরিজের ৫জি ভ্যারিয়েন্ট শক্তিশালী বিক্রি দেখিয়েছে।

অন্যদিকে, ৩৮ লাখ ইউনিট সরবরাহ করে চতুর্থ স্থানে থাকা অপো-র বাজার হিস্যা কমে ১৫ শতাংশে দাঁড়িয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ভিভো

বিশ্লেষকদের পর্যবেক্ষণ

ওমডিয়ার গবেষণা ম্যানেজার লে জুয়ান চিউ বলেন, “অপো ও ভিভো এখন সংখ্যার চেয়ে পণ্যের মানের দিকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে অনর ও শাওমি ইউনিট সংখ্যা বাড়িয়ে বাজারে প্রভাব বিস্তার করতে চাইছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “মেমোরি ও স্টোরেজের দাম বাড়ায় সস্তা বা এন্ট্রি-লেভেল ডিভাইসের ওপর চাপ বাড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের ৬০ শতাংশের বেশি স্মার্টফোনের দাম ২০০ ডলারের নিচে হওয়ায় এর প্রভাব ভবিষ্যতে আরও প্রকট হতে পারে।”

The post শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments