ক্ষুদ্র আইএসপিগুলোকে সর্বোচ্চ সুরক্ষা দেবে সরকার, সংশোধিত হবে গাইডলাইন: ফয়েজ আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রস্তাবিত নতুন আইএসপি (ISP) গাইডলাইন নিয়ে দেশীয় ক্ষুদ্র ইন্টারনেট সেবাদাতাদের মধ্যে সৃষ্ট উদ্বেগ নিরসনে সরকারের পক্ষ থেকে কঠোর আশ্বাস এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ জানিয়েছেন, সরকার ছোট ছোট আইএসপিগুলোকে সর্বোচ্চ সুরক্ষা দেবে এবং গাইডলাইনের খসড়ায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

আজ (সোমবার) নিজের ফেসবুক পোস্টে তিনি আইএসপি উদ্যোক্তাদের প্রতি ধৈর্য ধরার এবং সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি ও মনোযোগ:

ফয়েজ আহমেদ তাঁর পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আইএসপিগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তা বা এসএমই (SME) হিসেবে দেখে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করায় এই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকারের সর্বোচ্চ মনোযোগ রয়েছে।

চার ক্ষেত্রে সুরক্ষার প্রতিশ্রুতি:

তিনি স্পষ্ট করে জানান, ছোট আইএসপিগুলোর স্বার্থ ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার (FTSP) লাইসেন্সের যে চারটি বিষয়ে আইএসপিএবি (ISPAB) আপত্তি তুলেছিল, সেগুলোর প্রতিটিতে যৌক্তিকভাবে সুরক্ষা নিশ্চিত করা হবে। এই চারটি বিষয় হলো:

১. রেভিনিউ শেয়ারিং (Revenue Sharing) ২. সোশ্যাল অব্লিগেশন ফান্ড (Social Obligation Fund) ৩. বড় আইএসপি’র ফ্র্যাঞ্চাইজি ৪. ট্রিপল প্লে সার্ভিস

ফয়েজ আহমেদ বলেন, “ছোট আইএসপি গুলোকে প্রটেকশন দিতে প্রস্তাবিত ড্রাফট গাইডলাইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।” এই আশ্বাস ক্ষুদ্র ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

The post ক্ষুদ্র আইএসপিগুলোকে সর্বোচ্চ সুরক্ষা দেবে সরকার, সংশোধিত হবে গাইডলাইন: ফয়েজ আহমেদ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments