প্রযুক্তি জায়ান্ট স্যামসাং পরবর্তী প্রজন্মের নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নতুন সিরিজের ফোনগুলো আগের মডেলের তুলনায় হালকা ও পাতলা হবে। এতে ব্যবহারকারীরা আরো আরামদায়ক এবং নকশার দিক থেকে উন্নত অভিজ্ঞতা পাবেন বলে দাবি করা হচ্ছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২৬ বেস মডেল ভ্যানিলার পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মিলিমিটার, যা এস২৫ মডেলের তুলনায় দশমিক ৩ মিলিমিটার পাতলা। গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলের পুরুত্ব ৭ দশমিক ৩ মিলিমিটার এবং ওজন ১৯১ গ্রাম হবে। এটি অনেকটা এস২৫প্লাস মডেলের মতোই। তবে উভয় মডেলই আইফোন ১৭ সিরিজের তুলনায় ১৩ গ্রাম হালকা এবং ১ মিলিমিটারের বেশি পাতলা হবে।
ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেল ৭ দশমিক ৯ মিলিমিটার পুরু এবং ২১৪ গ্রাম ওজনের। এস২৫ আল্ট্রার তুলনায় এটি দশমিক ৩ মিলিমিটার পাতলা এবং ৪ গ্রাম হালকা। স্যামসাং স্মার্টফোনের নকশাকে আরো হালকা ও ব্যবহারবান্ধব করার দিকে মনোযোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোম্পানিটি এখনই নতুন ব্যাটারি প্রযুক্তি সিলিকন কার্বাইড (Si-C) ব্যবহার করবে না বলে জানিয়েেছ।
The post স্যামসাং বাজারে আনছে হালকা ও উন্নত নকশার এস২৬ appeared first on Techzoom.TV.

0 Comments