ম্যাকের স্ক্রিনে আসছে ‘রিং লাইট’

ভিডিও কলের মান উন্নত করতে ম্যাকে ‘এজ লাইট’ নামে একটি নতুন সুবিধার পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। এটি অনেকটা রিং লাইটের মতো কাজ করবে, যা মূলত কম আলোয় অনলাইন মিটিং বা ভিডিও কলের সময় ব্যবহারকারীদের ক্যামেরায় ভালো দেখাতে সাহায্য করবে। ম্যাক স্ক্রিনের কিনারাগুলো এ সুবিধার মাধ্যমে একটি বিল্ট-ইন ভার্চুয়াল রিং লাইটে রূপান্তর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

অ্যাপলের তথ্যানুযায়ী, বর্তমানে ‘এজ লাইট’ সুবিধাটি ম্যাকের বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। এটি ম্যাকওএস ২৬.২ সংস্করণে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ফিচারটি প্রচলিত রিং লাইটের চেয়ে অনেক বেশি কার্যকর বলে দাবি অ্যাপলের। এছাড়াও ব্যবহারকারীরা চাইলে নিজের মতো করে আলোর উজ্জ্বলতা ও আভার মাত্রা ঠিক করতে পারবেন।

টেক জায়ান্টটি আরো জানিয়েছে, এজ লাইট ফিচারটি ম্যাকের অ্যাপল নিউরাল ইঞ্জিন ও ইমেজ সিগন্যাল প্রসেসর ব্যবহার করে। এটি ক্যামেরার মাধ্যমে মুখ, অবস্থান ও পরিবেশের আলো শনাক্ত করতে পারে এবং সে অনুযায়ী ডিসপ্লের আলো নিয়ন্ত্রণ করে। এটি ব্যবহারকারীর কার্যকলাপ অনুযায়ী সংবেদনশীল। যেমন কার্সর বা পয়েন্টার স্ক্রিনের কিনারার দিকে গেলে, আলো সাময়িকভাবে কমে যাবে। ফলে ডিসপ্লের বিষয়বস্তুর সঙ্গে কাজ করা আরো সহজ ও আরামদায়ক হয়।

নতুন সুবিধাটি অ্যাপল সিলিকন ব্যবহারকারী অর্থাৎ এম সিরিজ চিপসেটযুক্ত সব ম্যাক মডেলে কাজ করবে। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের পর প্রকাশিত ম্যাকের ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে এজ লাইট চালু করার সুযোগ পাবেন।

 

The post ম্যাকের স্ক্রিনে আসছে ‘রিং লাইট’ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments