বসুন্ধরা শপিংমলের ‘কে আর ইন্টারন্যাশনাল’ (Kry International) নামের একটি মোবাইলের দোকানের সাধারণ কর্মচারী থেকে মাত্র পাঁচ বছরে শত কোটি টাকার মালিক বনে গেছেন ‘সুমাস টেক’-এর স্বত্ত্বাধিকারী আবু সাঈদ পিয়াস। দেশব্যাপী সুমাশ টেক এর ১০টি আউটলেট রয়েছে।
অনুসন্ধানে অভিযোগ উঠেছে, বৈধ ও অবৈধ ব্যবসার এক অভিনব মিশ্রণে তিনি প্রযুক্তি বাজারে গড়ে তুলেছেন এক ‘অদৃশ্য সিন্ডিকেট’। এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি শুধু ‘গ্রে-মার্কেট’ নিয়ন্ত্রণই করেননি, বরং সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষ মহলের অবৈধ অর্থ পাচারের অন্যতম সহযোগী হিসেবেও কাজ করেছেন।
পলক-সালমানের ‘মানিলন্ডারিং’ সহযোগী? আবু সাঈদ পিয়াস সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে একজন প্রধান ‘সুবিধাভোগী’ ছিলেন বলে অভিযোগ। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত ছিলেন।
আরও গুরুতর অভিযোগ উঠেছে যে, পলক এবং সালমান এফ রহমানের ‘অবৈধ টাকা’ মানিলন্ডারিংয়ের মাধ্যমে দুবাই এবং সিঙ্গাপুরে পাচারের অন্যতম প্রধান সহযোগী (accomplice) ছিলেন এই পিয়াস। অবৈধ মোবাইল ব্যবসার আড়ালে অর্জিত অর্থ এবং সাবেক এই দুই ক্ষমতাধরের ‘কালো টাকা’ বিদেশে পাচার করাই ছিল এই সিন্ডিকেটের অন্যতম প্রধান কাজ।
‘বৈধ’ ব্যবসার আড়ালে ‘অবৈধ’ সাম্রাজ্য পিয়াস একদিকে যেমন ‘ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর মাধ্যমে বৈধ প্রযুক্তি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ পরিচালনা করেন, অন্যদিকে তিনি নিজেই অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ‘ভুঁইফোড়’ সংগঠন (বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি)-এর ‘সেক্রেটারি’ (সাধারণ সম্পাদক) হিসেবে এই অবৈধ বাণিজ্যকে সুরক্ষা দেন।
তার এই দ্বৈত অবস্থানের কারণেই তিনি একাধারে বৈধ আমদানিকারকদের সঙ্গে যেমন ব্যবসা করেন, তেমনি ‘গ্রে-মার্কেটের’ (যেখানে ৭৫% ফোনই রিফারবিশড) নেতৃত্ব দিয়ে গ্রাহকদের প্রতারিত করেন ও হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেন।
দেশ অস্থিতিশীল করার ‘তৎপরতা’ অভিযোগ উঠেছে, সাবেক সরকারের সুবিধাভোগী এবং ‘আওয়ামী লীগপন্থী’ এই পিয়াস, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান সরকারের ‘মহৎ উদ্যোগ’ (এনইআইআর সিস্টেম)-কে বাধাগ্রস্ত করতে নতুন করে তৎপরতা শুরু করেছেন।
তার ২০ হাজার কোটি টাকার ‘রিফারবিশড’ ফোনের বাজার এবং হাজার কোটি টাকার ডলার পাচারের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণেই তিনি এখন ‘গ্রে-মাফিয়া’দের পক্ষে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈধ ব্যবসা থাকার পরও কেন তিনি শত শত কোটি টাকার অবৈধ ও প্রতারণামূলক ব্যবসার সঙ্গে জড়িত, এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
The post দোকান কর্মচারী থেকে ‘সুমাস টেক’ এর পিয়াস: ৫ বছরে শত কোটি টাকার মালিক appeared first on Techzoom.TV.

0 Comments