চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসছে না: ওপেনএআই

কয়েক সপ্তাহ ধরে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করা হচ্ছে বলে গুঞ্জন উঠেছিল প্রযুক্তি মহলে। তবে এ তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছে পরিষেবাটির নির্মাতা ওপেনএআই। সংস্থাটির চ্যাটজিপিটি বিভাগের প্রধান জানিয়েছেন, চ্যাটবটটিতে কোনো বিজ্ঞাপন আনা হচ্ছে না। বরং ব্যবহারকারীরা অ্যাপের সাজেশন অংশে আগের চেয়েও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

কিছু ব্যবহারকারী সম্প্রতি চ্যাটজিপিটির কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে অ্যাপের পরামর্শগুলো বিজ্ঞাপনের মতো দেখায়। পরে ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও চ্যাটজিপিটি অ্যাপের প্রধান নিক টার্লি সামাজিক মাধ্যমে বিষয়টি গুজব বলে উল্লেখ করেন।

এআই কোম্পানিটি জানায়, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসংক্রান্ত কোনো সক্রিয় পরীক্ষা করেনি ওপেনএআই। বিজ্ঞাপনের জন্য কোনো লাইভ পরীক্ষাও চলছে না। ব্যবহারকারীরা যে স্ক্রিনশট দেখেছেন, সেগুলো হয় ভুয়া অথবা বিজ্ঞাপন নয়।

তবু কিছু ব্যবহারকারী মনে করছেন, ভবিষ্যতে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা থাকতে পারে।

নিক টার্লি বলেন, ‘যদি ওপেনএআই কখনো বিজ্ঞাপন আনার সিদ্ধান্ত নেয়, তবে সেটি ব্যবহারকারীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে নেয়া হবে। কোম্পানি স্বচ্ছভাবে বিষয়টি জানাবে।’

আগের কিছু প্রতিবেদনে ধারণা করা হয়েছিল, ওপেনএআই প্লাটফর্মে বিজ্ঞাপন নিয়ে ভাবছে। এক ডেভেলপার চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপে বিজ্ঞাপনসংক্রান্ত একটি কোডও দেখতে পাওয়ার দাবি করেছিলেন।

এদিকে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানিয়েছেন, চ্যাটজিপিটি অ্যাপ থেকে সাজেশন অংশটি বন্ধ করা হয়েছে। তিনি বলেছেন, এ অংশে ব্যবহারকারীদের আরো বেশি নিয়ন্ত্রণ দেয়ার উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি।

এদিকে গুগলের নতুন জেমিনি থ্রি মডেল প্রকাশের পর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কর্মীদের কাছে জরুরি নির্দেশ দিয়েছেন। এতে আসন্ন ফিচার বা পরিষেবার প্রকাশ কিছুদিনের জন্য স্থগিত রেখে চ্যাটজিপিটির অভিজ্ঞতা উন্নত করার দিকে মনোযোগ দিতে বলা হয়েছে।

ওপেনএআইয়ের তথ্যানুযায়ী, বর্তমানে প্লাটফর্মটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটিতে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

The post চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসছে না: ওপেনএআই appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments