চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শর্তসাপেক্ষে চীনসহ অন্যান্য দেশে অনুমোদিত গ্রাহকদের কাছে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা বজায় রেখেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর বর্তমানে এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা চূড়ান্ত করছে।

ট্রাম্প আরও জানান, একই ধরনের নীতি এএমডি, ইন্টেলসহ অন্যান্য মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তার বক্তব্য অনুযায়ী, রপ্তানির ক্ষেত্রে “২৫% ফি যুক্তরাষ্ট্রকে প্রদান করতে হবে”। সম্প্রতি এ তথ্য তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন।

The post চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments