নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মি চ্যাট’ নিয়ে কাজ করছে চীনের শাওমি। ডু জিয়া নামে এক টিপস্টার সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
অ্যাপটিতে শাওমির নিজস্ব মিমো-৭বি-আরএল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার হবে বলে জানা গেছে। এছাড়া শাওমি মি চ্যাটকে দৈনন্দিন ব্যবহারিক পণ্যের সঙ্গেও একীভূত করার পরিকল্পনা করছে।
১৭ ডিসেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত ‘হিউম্যন কার হোম ইকোসিস্টেম পার্টনার কনফারেন্সে’ এ বিষয়ে কোম্পানিটি বিস্তারিত তথ্য জানাবে।
The post নিজস্ব এআই সহকারী ‘মি চ্যাট’ আনছে শাওমি appeared first on Techzoom.TV.

0 Comments