শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ইলেকট্রনিক স্পাই ডিভাইস ও অন্যান্য সামগ্রীসহ ২ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার (১২ ডিসেম্বর) আটক করে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৬ পিস ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৫০ পিস ইয়ারপিস, ৩টি ল্যাপটপ ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, শাহারুন আলী সাধারণ যাত্রীবেশে চীন থেকে এই ডিভাইসগুলো আনেন এবং পরবর্তী সময়ে এয়ারপোর্টে অপেক্ষারত চক্রের আরেক সদস্য মো. ইকবাল হোসেন জীবনসহ একসঙ্গে এয়ারপোর্ট থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, এই ডিভাইসগুলো আমদানি নিষিদ্ধ পণ্য এবং এর আগে জালিয়াতির কাজে অসাধু ব্যক্তিরা নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় ব্যবহার করেছে বলে প্রমাণ পাওয়া যায়। আমরা যে কোনও অসাধু কার্যক্রম ঠেকাতে নিয়মিত ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছি।

The post শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ আটক ২ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments