শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৮৮ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বন্ডটির বৈশিষ্ট্য আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল, ফ্লোটিং রেট, কূপণ বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড।
বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ লাখ টাকা। যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।
উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স এবং বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইবিএল ইনভেস্টমেন্ট। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
The post ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন appeared first on Techzoom.TV.

0 Comments