স্মার্টফোন জগতে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন চমক নিয়ে আসছে চীনা ব্র্যান্ড ভিভো। দীর্ঘ প্রতীক্ষার পর চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট ‘থ্রি-সি’তে (3C) দেখা মিলেছে ভিভোর পরবর্তী ফ্ল্যাগশিপ Vivo X300 Ultra-এর। নতুন এই ডিভাইসে চার্জিং গতি ও ব্যাটারি ব্যাকআপে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে।
চার্জিং ও ব্যাটারিতে বড় উল্লম্ফন
থ্রি-সি লিস্টিং অনুযায়ী, Vivo X300 Ultra (মডেল নম্বর V2536A) ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে বাজারে আসবে। এর আগে ভিভো এক্স২০০ আল্ট্রা মডেলে ৯০ ওয়াটের চার্জিং সুবিধা ছিল। তবে সবচেয়ে বড় চমক থাকছে এর ব্যাটারিতে। গুঞ্জন রয়েছে, ফোনটিতে ৭,০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হবে, যা বর্তমান ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম সেরা।
প্রসেসর ও পারফরম্যান্স
ভিভো সাধারণত তাদের আল্ট্রা মডেলগুলোতে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর ব্যবহার করে। সেই ধারাবাহিকতায় এক্স৩০০ আল্ট্রাতে থাকতে পারে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে উন্নত থার্মাল ম্যানেজমেন্ট বা ‘ভেপার চেম্বার কুলিং’ প্রযুক্তিও থাকার কথা রয়েছে।
ক্যামেরায় থাকছে ‘২০০ মেগাপিক্সেল’ ম্যাজিক
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটি হতে পারে স্বপ্নের মতো। লিক হওয়া তথ্য অনুযায়ী, এর পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে:
প্রধান ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল (১/১.১২ ইঞ্চি সেন্সর)
পেরিস্কোপ টেলিফটো: ২০০ মেগাপিক্সেল
আল্ট্রাওয়াইড: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে ও অন্যান্য ফিচার
ফোনটিতে থাকছে ২-কে (2K) রেজোলিউশনের ৬.৮ ইঞ্চির এলটিপিও (LTPO) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া নিরাপত্তার জন্য এতে থ্রি-ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
কবে আসবে বাজারে?
ভিভো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের বাজারে ফোনটি উন্মোচন করা হবে। এরপর ধীরে ধীরে এটি বিশ্ববাজারে আসার সম্ভাবনা রয়েছে।
The post ১০০ ওয়াট চার্জিং ও ৭০০০ এমএএইচ ব্যাটারি: বাজারে আসছে ভিভোর ‘সুপার’ ফ্ল্যাগশিপ appeared first on Techzoom.TV.

0 Comments