ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে ১৪% প্রবৃদ্ধি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোনের বাজার সম্প্রসারণ হয়েছে ১৪ শতাংশ। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে।

কাউন্টারপয়েন্ট ফোল্ডেবল স্মার্টফোন মার্কেট ট্র্যাকার অনুযায়ী, গত প্রান্তিকে স্মার্টফোনের বাজারে ফোল্ডেবলের হিস্যা ছিল ২ দশমিক ৫ শতাংশ। এ সময় বাজার সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছে বুক-টাইপ মডেল। এর মধ্যে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন ও হুয়াওয়ের মেট সিরিজ। পাশাপাশি ক্ল্যামশেল মডেলের বিক্রি বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাহিদার কারণে বিশ্বব্যাপী ফোল্ডেবলের বাজারটি পুনরুদ্ধারের পথে রয়েছে। হুয়াওয়ের ব্যাপক চাহিদায় বাজারে নেতৃত্ব দিচ্ছে চীন।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ফোল্ডেবল ফোন নতুন কোনো উদ্ভাবন নয়। গুগল, স্যামসাং ও চীনা কোম্পানিগুলো কয়েক বছর ধরে এ ধরনের হ্যান্ডসেট বাজারে বিক্রি করছে।

এদিকে চলতি সপ্তাহে হুয়াওয়ের প্রতিযোগী হিসেবে নতুন ট্রাই-ফোল্ড ফোন উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড নামের এ মডেলের উন্মোচনকে ফোল্ডেবল ফোনবাজারে নিজেদের অবস্থান ফিরে পাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।

বিশ্লেষকদের প্রত্যাশা, স্যামসাং ও হুয়াওয়ে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোনের বাজার এগিয়ে নিতে বিশেষভাবে সহায়তা করবে।

The post ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে ১৪% প্রবৃদ্ধি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments