১৬ ডিসেম্বরের ভয়ে মরিয়া অবৈধ ফোন সিন্ডিকেট: রোববার ঢাকা অচল করার হুমকি, ডাকল লংমার্চ

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকারের এই কঠোর অবস্থানের মুখে নিজেদের ২০ হাজার কোটি টাকার অবৈধ বাজার বাঁচাতে এবার মরণকামড় দিতে প্রস্তুত চোরাই ও অবৈধ ফোন ব্যবসায়ীরা।

দাবি আদায়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) সারা দেশ থেকে মোবাইল ব্যবসায়ীদের ঢাকায় জড়ো করে ‘লংমার্চ’ করার ডাক দিয়েছে অবৈধ আমদানিকারকদের একটি সিন্ডিকেট। তারা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের মাধ্যমে সিন্ডিকেটের নেতারা এই লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাদের প্রচারণায় বলা হচ্ছে, “আসুন, এটি আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম! আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।”

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অবৈধ হ্যান্ডসেট বিক্রেতাদের ঢাকায় আনার জন্য ব্যাপক তোড়জোড় চলছে। উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর তারা ধর্মঘটের ডাক দিলেও বৈধ ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে তা ব্যর্থ হয়। এবার তাই ঢাকামুখী লংমার্চের মাধ্যমে বড় ধরনের শোডাউন করে সরকারকে চাপে ফেলার পরিকল্পনা নিয়েছে তারা।

সিন্ডিকেটের নেতারা তাদের কর্মীদের “সবাই প্রস্তুতি নিয়ে আসবেন” বলে নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ, তারা ঢাকায় এসে অবস্থান কর্মসূচি বা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মূল দাবি—অবৈধ বা গ্রে মার্কেটের ফোন বিক্রির বৈধতা দেওয়া এবং এনইআইআর বাস্তবায়ন পিছিয়ে দেওয়া।

আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসি ইতিমধ্যে স্পষ্ট করেছে যে, এনইআইআর বাস্তবায়ন থেকে সরকার পিছু হটবে না। কারণ এটি জাতীয় নিরাপত্তা ও রাজস্ব আয়ের সঙ্গে সরাসরি যুক্ত।

বৈধ আমদানিকারক ও দেশীয় উৎপাদনকারীরা এই লংমার্চকে ‘অবৈধ ব্যবসা রক্ষার আস্ফালন’ বলে অভিহিত করেছেন। তাদের মতে, যারা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালান করে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাজপথে নামার। প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, আন্দোলনের নামে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ১৬ ডিসেম্বরের সময়সীমা ঘনিয়ে আসায় সিন্ডিকেট এখন মরিয়া হয়ে উঠেছে। তারা সাধারণ ব্যবসায়ীদের ‘অস্তিত্বের ভয়’ দেখিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে রাষ্ট্রের আইনের বিরুদ্ধে গিয়ে চোরাচালানিদের এই আন্দোলন ধোপে টিকবে না বলেই মনে করছেন তারা।

The post ১৬ ডিসেম্বরের ভয়ে মরিয়া অবৈধ ফোন সিন্ডিকেট: রোববার ঢাকা অচল করার হুমকি, ডাকল লংমার্চ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments