ওয়ানপ্লাস স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, OnePlus 15R-এর পাশাপাশি ভারতে লঞ্চ হতে যাচ্ছে নতুন OnePlus 15R Ace Edition মডেল। আগামী ২৭ ডিসেম্বর OnePlus 15R এবং OnePlus Pad Go 2–এর সঙ্গে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ানপ্লাস জানায়, OnePlus 15R Ace Edition ভারতে Amazon এবং কোম্পানির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
OnePlus 15R তিনটি রঙে বাজারে আসবে—
চারকোল ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং ইলেকট্রিক ভায়োলেট। এর মধ্যে ইলেকট্রিক ভায়োলেট রঙের ভ্যারিয়েন্টে কিছু বাহ্যিক ডিজাইন পার্থক্য থাকলেও ফোনটির মূল স্পেসিফিকেশন অপরিবর্তিত থাকবে।
Ace Edition-এর বিশেষ ডিজাইন
ওয়ানপ্লাস জানিয়েছে, OnePlus 15R Ace Edition-এ থাকবে একটি বিশেষ ফাইবারগ্লাস ব্যাক প্যানেল। ব্যাক ডিজাইনে বিশেষ কোটিং ব্যবহার করা হয়েছে, যেখানে ‘Ace’ শব্দটি খোদাই করা থাকবে। যদিও ডিজাইনে আলাদা বৈশিষ্ট্য থাকছে, তবে হার্ডওয়্যার ও স্পেসিফিকেশন OnePlus 15R-এর মতোই থাকবে।
ডিসপ্লে ও ক্যামেরা
OnePlus 15R Ace Edition-এ থাকছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটসহ ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ব্র্যান্ডের দাবি অনুযায়ী, স্ক্রিনটিতে ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং সর্বোচ্চ ১৮০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে OnePlus 15R-এ ব্যবহার করা হয়েছে DetailMax Engine। পাশাপাশি এতে থাকছে Ultra Clear Mode, Clear Burst এবং Clear Night Engine, যা কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে উন্নত অভিজ্ঞতা দেবে।
পারফরম্যান্সে নতুন চিপসেট
পারফরম্যান্সের দিক থেকে OnePlus 15R হবে বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে ব্যবহার করা হয়েছে নতুন Snapdragon 8 Gen 5 চিপসেট, যা এই প্রসেসর দ্বারা চালিত প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আসবে।
এছাড়া ফোনটিতে থাকছে নতুন G2 Wi-Fi চিপ এবং আলাদা Touch Response Chip, যা গেমিং ও দৈনন্দিন ব্যবহারে আরও দ্রুত ও স্মুথ অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, OnePlus 15R সিরিজ ভারতীয় প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে যাচ্ছে।
The post বাজারে আসছে OnePlus 15R Ace Edition appeared first on Techzoom.TV.

0 Comments