অবশেষে নির্ধারিত সময়ের মধ্যে দেশের অধিকাংশ বড় মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী তাদের অবিক্রীত বা স্টকে থাকা ফোনের তথ্য ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) সিস্টেমে জমা দিয়েছেন। এর ফলে আজ ১ জানুয়ারি ২০২৬ থেকে অবৈধ ফোন বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে বৈধ ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকি অনেকটাই কমে এল।
বিটিআরসি আগে এনইআইআর চালুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করলেও অনেক ব্যবসায়ী তাদের স্টকে থাকা বিপুল পরিমাণ ফোনের তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছিলেন। ব্যবসায়ীদের এই জটিলতা ও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করে। এই অতিরিক্ত সময়ের মধ্যে ব্যবসায়ীরা তাদের কয়েক লাখ অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন।
ব্যবসায়ীরা যদি এই তথ্য জমা না দিতেন, তবে আজ ১ জানুয়ারি থেকে সেই ফোনগুলো কোনো গ্রাহক কিনলে তা নেটওয়ার্কে যুক্ত হতো না বা অবৈধ হিসেবে চিহ্নিত হতো। এখন বড় ব্যবসায়ীদের স্টকে থাকা এই ফোনগুলো গ্রাহক কেনার পর সিম লাগানোর সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে আত্তীকৃত হয়ে যাবে।
বিটিআরসির এই পদক্ষেপে বড় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, এই স্বচ্ছতার ফলে চোরাই পথে আসা ফোনের সাথে অসম প্রতিযোগিতা বন্ধ হবে। তবে কিছু ছোট ব্যবসায়ী যারা এখনো তথ্য পুরোপুরি আপডেট করতে পারেননি, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।
কমিশন স্পষ্ট করেছে যে, ৩১ ডিসেম্বরের মধ্যে জমা পড়া প্রতিটি বৈধ আইএমইআই নম্বর এখন এনইআইআর সিস্টেমের ‘হোয়াইট লিস্টে’ বা বৈধ তালিকায় রয়েছে। আজ থেকে যারা নতুন ফোন কিনবেন, তারা অবশ্যই বিটিআরসি নির্ধারিত পদ্ধতিতে আইএমইআই যাচাই করে নেবেন।
The post সফলভাবে তথ্য জমা দিলেন অধিকাংশ মোবাইল ব্যবসায়ীরা: আজ থেকে শৃঙ্খলায় ফিরছে মোবাইল বাজার appeared first on Techzoom.TV.

0 Comments