গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে চালানো ন্যক্কারজনক হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৪৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে হামলার দুই সপ্তাহ পার হতে চললেও ঘটনার মূল পরিকল্পনাকারী এবং তথাকথিত ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সাধারণ খুচরা বিক্রেতাদের ঢাল হিসেবে ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় একদল উচ্ছৃঙ্খল লোক বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়। তারা হঠাৎ করেই ভবনটি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে এবং ভবনের কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে। এনইআইআর (NEIR) বা মোবাইল নিবন্ধন ব্যবস্থা চালুর প্রতিবাদে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর ব্যানারে এই মব তৈরি করা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার নেপথ্যে ছিল ৯৬ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল সিন্ডিকেটের সুদূরপ্রসারী পরিকল্পনা। সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের সামনে ঠেলে দেওয়া হয়। অথচ যারা এই হামলার মূল উসকানিদাতা এবং অর্থ যোগানদাতা—যেমন ‘লাগেজ সোহেল’ বা আবু সাঈদ পিয়াসের মতো নেতারা—তারা হামলার সময় সরাসরি উপস্থিত না থেকে আড়ালে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
হামলার পর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক দিনে তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে গ্রেফতারকৃতদের বেশিরভাগই সাধারণ কর্মচারী বা ক্ষুদ্র বিক্রেতা। ভুক্তভোগী ও সচেতন ব্যবসায়ীদের প্রশ্ন—যাদের নির্দেশে এই হামলা হলো, সেই ‘মাস্টারমাইন্ড’ বা মূল পরিকল্পনাকারীরা কেন এখনো গ্রেফতার হচ্ছে না?
বিটিআরসিতে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি (FICCI) এবং বাংলাদেশ চায়না চেম্বার (BCCCI)। তারা বলছে, নিয়ন্ত্রক সংস্থার ওপর এ ধরনের হামলা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। যদি মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা করতে নিরুৎসাহিত হবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা জানান, “আমরা সিসিটিভি ফুটেজ এবং গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য বিশ্লেষণ করছি। হামলার নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে এবং যারা আর্থিক সহায়তা দিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই সংগঠনটির শীর্ষ নেতাদের আইনের আওতায় আনা হবে।”
The post বিটিআরসি ভবনে হামলা: ৪৫ জন কারাগারে থাকলেও অধরা মূল পরিকল্পনাকারীরা appeared first on Techzoom.TV.

0 Comments