কাল থেকে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সব ধরনের মোবাইল ফোনের দোকান ও মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংক্রান্ত জটিলতা নিরসনে হাইকোর্টের দেওয়া এক আদেশের পর ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে গুরুত্বপূর্ণ আদেশ দেন। আদালত এনইআইআর সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে আগামী এক মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাধ্যতামূলকভাবে এনইআইআর চালু করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা এই রিটটি দায়ের করেন। গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম সচল হওয়ার পর সাধারণ গ্রাহক ও খুচরা ব্যবসায়ীরা যে বিভ্রান্তি ও কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তার আইনি প্রতিকার চেয়ে এই আবেদন করা হয়।

ব্যবসায়ী নেতারা আদালতের এই সময়সীমা বেঁধে দেওয়া এবং রুল জারি করাকে তাদের নৈতিক বিজয় হিসেবে দেখছেন। এমবিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু বিষয়টি এখন আদালতের পর্যবেক্ষণে রয়েছে এবং সমস্যা সমাধানের জন্য সময় দেওয়া হয়েছে, তাই সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তারা কাল থেকেই সব দোকান খুলে দেবেন।

গত কয়েক সপ্তাহ ধরে দোকানপাট বন্ধ থাকায় ল্যাপটপ, স্মার্টফোন এবং এক্সেসরিজ কেনাবেচায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা এখন কাটতে শুরু করেছে। বিশেষ করে যারা এনইআইআর-এর কারণে হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তারা আদালতের এই সিদ্ধান্তে কিছুটা সময় পাওয়ার আশা করছেন।

The post কাল থেকে খুলছে দেশের সব মোবাইল মার্কেট appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments